avertisements 2

রাষ্ট্রের কোথাও কোন সন্ত্রাসী কার্যক্রম বরদাশত করা হবে না: আইজিপি

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:৫৬ পিএম, ১২ নভেম্বর,বৃহস্পতিবার,২০২০ | আপডেট: ০৫:২২ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪

Text

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বলেছেন, বাংলাদেশের সীমানায় রাষ্ট্রের কোথাও কোন সন্ত্রাসী কার্যক্রম বরদাশত করা হবে না। বুধবার (১১ নভেম্বর) সকালে বান্দরবান হাসপাতাল সড়কে নির্মিত পুলিশের ৬ তলা ফাউন্ডেশনের ৩ তলা বিশিষ্ট অফিসার্স মেসভবন উদ্ভোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

বেনজীর আহমেদ বলেন, এদেশের সকল শ্রেণি-পেশার সব ধরনের নাগরিকদের সর্বোচ্চ নিরাপত্তা ও দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সরকার বদ্ধ পরিকর।

অনুষ্ঠানে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, জেলা পুলিশ সুপার জেরিন আকতারসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। পরে আইজিপি ভবনের অফিসার্স রুম, ভিআইপি রুমগুলো পরিদর্শন করেন মহাপরিদর্শক। প্রায় ২ কোটি ৬০ লক্ষ টাকা ব্যয়ে গণপূর্ত বিভাগ এ কাজ বাস্তবায়ন করেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2