avertisements 2

স্বামীর বলে ছক্কা মারলেন পাকিস্তানের ক্রিকেট তারকা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৯ জুন, বুধবার,২০২২ | আপডেট: ০৭:১৮ পিএম, ১৫ জানুয়ারী, বুধবার,২০২৫

Text

পাকিস্তানের নারী ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার কাইনাত ইমতিয়াজ বর্তমানে স্বামী ওয়াকারের সাথে উত্তরাঞ্চলে ছুটি কাটাচ্ছেন।

সম্প্রতি কাইনাত নিজের অফিসিয়াল সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপলোড করেছেন। সঙ্গে সঙ্গে সেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায় পাহাড়ের পাদদেশে ব্যাট করছেন কাইনাত। তার স্বামী ওয়াকার তাকে বল করছেন, আর সেই বলে ছক্কা হাঁকাচ্ছেন কাইনাত। আবার কাইনাত নিজে বল করলে ব্যাটসম্যান স্বামী বোল্ড হয়ে যান।

এ ব্যাপারে কাইনাত সংবাদমাধ্যমকে বলেন, আমরা যেখানে ব্যাট করছিলাম সেটি সমুদ্রপৃষ্ঠ থেকে আড়াই হাজার মিটার উপরে অবস্থিত একটি মাঠ ছিল, যা ক্রিকেট খেলার জন্য ভালো। আমার স্বামীর করা বলে ছক্কা মারা সহজ ছিল। 

পাকিস্তানের হয়ে ১৫টি ওয়ানডে আর ১৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন কাইনাত। গত বছর ওয়াকারকে বিয়ে করেন ৩০ বছর বয়সী এই অলরাউন্ডার।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2