avertisements 2

শামির মায়ের পা ছুঁয়ে শ্রদ্ধা, প্রশংসায় ভাসছেন বিরাট কোহলি

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১০ মার্চ,সোমবার,২০২৫ | আপডেট: ১১:৪৩ পিএম, ১১ মার্চ,মঙ্গলবার,২০২৫

Text


ছবি- সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। ২৫২ রানের লক্ষ্য এক ওভার হাতে রেখে ৪ উইকেট হারিয়ে পেরিয়ে যায় রোহিত শর্মার দল। ফাইনাল শেষে মাঠেই শুরু হয় বিজয়ের উৎসব, যেখানে ক্রিকেটারদের সঙ্গে যোগ দেন তাদের পরিবারের সদস্যরাও।

এই উদযাপনের মাঝেই এক হৃদয়ছোঁয়া মুহূর্তের জন্ম দেন বিরাট কোহলি। সতীর্থ মোহাম্মদ শামির মা আনজুম আরাকে দেখে পা ছুঁয়ে আশীর্বাদ নেন ভারতের সাবেক অধিনায়ক। সাধারণত মাঠে আগ্রাসী মেজাজে দেখা গেলেও মাঠের বাইরে বিনয়ী কোহলির এই আচরণ নজর কাড়ে সবার।


শামির মায়ের সঙ্গে আলাপচারিতার সময় হঠাৎই মাথা নিচু করে কদমবুচি করেন কোহলি। পরে শামি ও তার মায়ের সঙ্গে ছবিও তোলেন এই ব্যাটিং আইকন। সেই মুহূর্তের ভিডিও সম্প্রচারকারী চ্যানেলের সৌজন্যে ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি, আর নেটিজেনরা প্রশংসায় ভাসান কোহলিকে।


উল্লেখ্য, এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কোহলি ছিলেন অফ ফর্মে, আর শামি ফিরেছিলেন ইনজুরি কাটিয়ে। তবে টুর্নামেন্টে কোহলি একটি সেঞ্চুরিসহ দলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হন। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে ৫ উইকেট ও সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ উইকেট নিয়ে আলো ছড়ান শামি।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2