avertisements 2

উন্মোচিত হলো বিপিএলের ট্রফি

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৮ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৪ | আপডেট: ০১:৪০ এএম, ৬ অক্টোবর,রবিবার,২০২৪

Text

বিপিএলের ট্রফি উন্মোচন

মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে উন্মোচিত হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের দশর আসরের ট্রফি। আগামী শুক্রবার থেকে মাঠে গড়াবে দেশের শীর্ষ ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতার এবারের আসর। 

এবারের বিপিএলের টাইটেল স্পনসর ইস্পাহানি। পৃষ্ঠপোষক হিসেবে সঙ্গে রয়েছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ।

আয়োজনে সাতটি ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক উপস্থিত ছিলেন। আগেই ঘোষণা দিয়ে নিজেদের অধিনায়কের নাম প্রকাশ করেছে কুমিল্লা, খুলনা, চট্টগ্রাম ও রংপুর। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়কের দায়িত্ব আবার পালন করবেন শুভাগত হোম। কুমিল্লা ভিক্টোরিয়ানসের নেতৃত্বে নতুন মুখ লিটন দাস। খুলনা টাইগার্সকে এবার নেতৃত্ব দেবেন এনামুল হক বিজয়। দুর্দান্ত ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত।

সাকিব আল হাসান থাকা স্বত্ত্বেও রংপুর রাইডার্সের অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে নুরুল হাসান সোহানকে। ফরচুন বরিশাল দায়িত্ব দিয়েছে তামিম ইকবালকে। সিলেট স্ট্রাইকার্সের দায়িত্বে যথারীতি মাশরাফী বিন মোর্তজা। তবে মাশরাফীর বদলে আজ ক্যামেরার সামনে এসেছেন মোহাম্মদ মিঠুন।  
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2