avertisements 2

নাসুমকে চড় মারার প্রসঙ্গে মুখ খুললেন হাথুরু

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৬ ডিসেম্বর, বুধবার,২০২৩ | আপডেট: ০৬:৩৮ পিএম, ২৪ অক্টোবর,বৃহস্পতিবার,২০২৪

Text

মঙ্গলবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে চন্ডিকা হাথুরুসিংহে। ছবি: বিসিবি

ভারতে বিশ্বকাপ চলাকালীন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিরুদ্ধে বাংলাদেশ দলের বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদকে চড় মারার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) আইনি নোটিশ পাঠানো হয়েছে। বিসিবিও বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করে কার্যক্রম শুরু করেছে। 

তবে নাসুমকে শারীরিকভাবে হেনস্থা করার বিষয়টি লঙ্কান কোচ হাথুরুসিংহে অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, এমন কিছু তিনি জানেনই না। সংবাদ মাধ্যমের এমন খবরে শুধু বিস্মিত নন ক্ষুব্ধও হন তিনি। 

নিউজিল্যান্ডের বিপক্ষে বুধবার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে বাংলাদেশ দল। মিরপুরে ওই টেস্টের আগে মঙ্গলবার সংবাদ সম্মেলনে আসেন হাথুরুসিংহে। ফেরার পথে তাকে নাসুম ইস্যুতে প্রশ্ন করা হয়। তিনি বিষয়টিকে ‘রাবিশ’ ও ‘বুলশিট’ বলে অ্যাখা দেন। 

নাসুমকে চড় মারা প্রসঙ্গে হাথুরুসিংহে বলেন, ‘আপনি কী পাগল হয়েছেন! যারা আমাকে একটু হলেও চেনেন, তারা নিশ্চয় জানেন এমন কিছু করার মতো মানুষ আমি না! আপনাদের এখানকার সংবাদ মাধ্যম খুবই নিম্ন পর্যায়ের। কী ঘটেছে আমি জানিই না।’ 

চড় না মারলে তাহলে প্রকৃত ঘটনা কী ছিল। তাকে ধাক্কা মারা বা ভৎর্সনা করার মতো কিছু ছিল কিনা এমন প্রশ্নে হাথুরুসিংহে জানান, তিনি ঘটনার কিছুই জানেন না, তাহলে বলবেন কী! ওই সময় যেখানে যারা উপস্থিত ছিলেন তাদের কাছ থেকে শোনার পরামর্শও দেন দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ দলের কোচের দায়িত্ব নেওয়া এই লঙ্কান। বিসিবির তদন্ত কমিটি এরই মধ্যে বিশ্বকাপ দলের ক্রিকেটার, কোচ ও কর্মকর্তাদের ডেকে কী ঘটেছিল তা জানার প্রক্রিয়া শুরু করেছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2