ভারত-পাকিস্তান ম্যাচ : হাসপাতালে কেন ছুটছেন সমর্থকরা?
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৪ অক্টোবর,শনিবার,২০২৩ | আপডেট: ০৭:৩২ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বিশ্বকাপে আগামীকাল শনিবার ভারত-পাকিস্তান ম্যাচ দেখার জন্য মরিয়া ক্রিকেট পাগল ভক্তরা। দর্শকদের প্রবল চাপে এখন থাকার জায়গা নেই ম্যাচের ভেন্যু আহমেদাবাদে। সুযোগ বুঝে হোটেলের ভাড়া বাড়িয়ে দিয়েছে মালিকপক্ষ। যা নিয়মিত দামের চেয়ে প্রায় দশগুণ। এমতাবস্থায় দুই চির প্রতিদ্বন্দ্বির ম্যাচ দেখতে আহমেদাবাদে আসা ক্রিকেট ভক্তরা রাত্রি যাপনের জন্য বেছে নিয়েছে হাসপাতাল।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামানুসারে ১,৩২,০০০ আসনবিশিষ্ট স্টেডিয়ামে চির বৈরি দুই ক্রিকেট প্রতিপক্ষের বিরল একটি ম্যাচ দেখার জন্য দেশ ও বিদেশ থেকে হাজার হাজার ভক্ত ছুটে এসেছে পশ্চিম ভারতীয় শহর আহমেদাবাদে।
শহরটিতে কিছুটা অভিজাত মানের হোটেলগুলো সাধারণত একটি ডিলাক্স রুমের জন্য ৬,০০০ রুপি ভাড়া নিয়ে থাকে। কিন্তু আসন্ন বিশ্বকাপ ম্যাচকে সামনে ওই ভাড়া বাড়িয়ে শুক্র, শনি এবং রবিবার এক দিনের জন্য মূল্য নির্ধারণ করেছে ৭০,০০০ রুপি। অথচ স্বাস্থ্য পরীক্ষার জন্য শহরটির হাসপাতালগুলোতে এক রাত কাটাতে গেলে খরচ পড়ে সাত হাজার রুপি।
নাম প্রকাশ না করার শর্তে শহরটির একজন চিকিৎসক বলেন, ‘আমার মনে হয় এর মাধ্যমে তারা দুটি কাজ সারছেন। স্বাস্থ্য পরীক্ষাও করাচ্ছেন। আবার রাতও কাটাতে পারছেন। সম্ভত ম্যাচ দেখার অভিপ্রায়ে এমন কৌশল নিচ্ছেন ভক্তরা।
এদের বেশীরভাগই মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের এনআরআই (অনাবাসী ভারতীয়), যারা ডিলাক্স ওয়ান বেড রুম বুক করেছে এবং সম্পূর্ণ স্বাস্থ্য প্যাকেজ বেছে নিয়েছে।’
ওই চিকিৎসক বলেন, আমাদেরকে ওই বুকিংগুলো ঠিক রাখতে হবে। কারণ আমাদের প্রাথমিক লক্ষ্য হলো রোগীর যত্ন। ম্যাচ দেখার জন্য আমরা কেবল একটি বিছানা দিতে পারি না। তবে কেউ চিকিৎসাসহ চেক-আপ করাতে চাইলে চিকিৎসা বিজ্ঞানের রীতি অনুযায়ী আমরা তা অস্বীকার করতে পারি না।’