ফিরছেন মাহমুদউল্লাহ, একাদশে দুই পরিবর্তন!
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৩ অক্টোবর,শুক্রবার,২০২৩ | আপডেট: ০৭:৩২ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ছবি : সংগৃহীত
ধর্মশালায় আফগানিস্তানের সঙ্গে ৬ উইকেটে দাপুটে জয়ের পর বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের সঙ্গে ১৩৭ রানে পরাজয়ের স্বাদ নিয়েছে বাংলাদেশ। এবার সেখানকার পাঠ চুকিয়ে চেন্নাইয়ে অবস্থান করছে লাল-সবুজেরা। বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে শুক্রবার (১৩ অক্টোবর) চেন্নাইয়ের এম চিদাম্বরাম স্টেডিয়ামে বাংলাদেশের প্রতিপক্ষ আসরে জোড়া জয় পেয়ে উড়তে থাকা নিউজিল্যান্ড।
কিউইদের বিপক্ষে এই ম্যাচে বড় পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের একাদশে। ইংলিশদের সঙ্গে বড় ব্যবধানে হারার দিনে একাদশে ছিলেন না মাহমুদউল্লাহ রিয়াদ। অভিজ্ঞ এই ক্রিকেটারের পরিবর্তে বিশ্বকাপে অভিষেক হয়েছিল তরুণ শেখ মেহেদীর। একাদশে জায়গা পেয়ে খুব একটা খারাপ করেননি এই স্পিনার। ৭১ রান খরচায় তুলে নেন বিশ্ব চ্যাম্পিয়ন ৪ উইকেট। তাই এই ম্যাচেও তিনি জায়গা পাচ্ছেন, এটা প্রায় নিশ্চিত।
তবে ব্ল্যাক-ক্যাপসদের সঙ্গে রিয়াদ ফিরছেন, সেটাও একপ্রকার নিশ্চিত। চেন্নাইয়ের উইকেট স্পিন নির্ভর; ধারণা করা হচ্ছে, সেখানে বাড়তি টার্নও পাবেন সাকিব-মিরাজরা। যে কারণে মেহেদী-রিয়াদ দুজনেই একাদশে জায়গা পাবেন।
এদিকে বিশ্বমঞ্চে পরপর দুই ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেয়েছেন ওপেনার তানজিদ তামিম। সেক্ষেত্রে তাকে বসিয়েই রিয়াদকে একাদশে ফেরানো হতে পারে। আর তামিমের অনুপস্থিতিতে ওপেনারের ভূমিকায় দেখা মিলতে পারে মেহেদী মিরাজের।
গুঞ্জন রয়েছে, কিউইদের সঙ্গে দেখা মিলতে পারে চার স্পিনার এবং দুই পেসারের কম্বিনেশন। এক্ষেত্রে পেসার তাসকিনের বদলে একাদশে বিশেষজ্ঞ স্পিনার নাসুমের ওপরেও আস্থা রাখতে পারে টিম ম্যানেজমেন্ট।
অন্যদিকে এই ম্যাচে জয়ের পাশাপাশি রানরেটের দিকেও বাড়তি নজর দিতে হবে লাল-সবুজের প্রতিনিধিদের। কেননা, অনন্ত একটি করে ম্যাচে জয় পেয়েছে সেই তালিকায় তলানিতে টাইগাররা। আর কিউইদের সঙ্গে হেরে গেলে সেমিফাইনালের স্বপ্ন প্রায় ধূলিসাৎ হয়ে যাবে বাংলাদেশের।