খুলনায় আলোচনায় ছিল মরিয়ম মান্নানের মা!
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১ জানুয়ারী,রবিবার,২০২৩ | আপডেট: ১২:২৬ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
উন্নয়নের নামে বছরজুড়ে জনভোগান্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, রাজনৈতিক সহিংসতা, হত্যা, ধর্ষণ, লুটপাট, আলোচিত একাধিক মামলার রায়, নদী ভাঙ্গনসহ বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে ২০২২ সাল পার করেছে খুলনাবাসী। বছর শুরু হয়েছিল করোনার ধকলের শেষ দিয়ে। তবে সবচেয়ে আলোচিত ছিল মরিয়ম মান্নানের মা রহিমা বেগমের নিরুদ্দেশ।
১৫ ডিসেম্বর সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় বাঘ গণনার কাজ শুরু হয়েছে। পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জের কালাবগি ফরেস্ট স্টেশনের আওতাধীন এলাকায় এ কার্যক্রম শুরু হয়। এ প্রকল্পের আওতায় সুন্দরবনের ৬৬৫টি স্পটে বসানো হবে ক্যামেরা।
১৪ ডিসেম্বর রাতে নগরীর আড়ংঘাটা থানা এলাকায় পুলিশ পরিচয়ে স্বামীর চোখ বেঁধে স্ত্রীকে ধর্ষণ করে চারজন। র্যাব-৬ চার ধর্ষককেই গ্রেফতার করতে সক্ষম হয়।
৪ ডিসেম্বর বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনসার আলী দিহিদার, তার স্ত্রী মঞ্জু বেগম ও যুবলীগ নেতা শুকুর শেখ হত্যা মামলায় ১৪ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত।
২২ নভেম্বর খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি সাইফুল ইসলামকে খুলনাবাসীর কলঙ্ক বলে অবহিত করেন হাইকোর্ট। খুলনা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের সাবেক বিচারক (বর্তমানে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা জজ) নির্মলেন্দু দাশের সঙ্গে অসদাচরণের মাধ্যমে আদালত অবমাননা করায় আইনজীবী সাইফুল ইসলামসহ তিন আইনজীবীর বিরুদ্ধে অভিযোগে আনা হয়। ১৭ নভেম্বর খুলনায় স্ত্রীর করা যৌতুক ও হত্যা চেষ্টা মামলায় টুরিস্ট পুলিশের এসআই সোবহান মোল্লাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
৮ নভেম্বর খুলনায় ছাত্রী ধর্ষণ মামলায় ছয়জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৩ এর বিচারক আ. ছালাম খান। মত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মোরশেদুল ইসলাম শান্ত ওরফে শান্ত বিশ্বাস (পলাতক), শেখ শাহাদাত হোসেন (পলাতক), মো. রাব্বি হাসান পরশ, মো. মাহামুদ হাসান আকাশ, কাজী আরিফুল ইসলাম প্রীতম (পলাতক) ও মো. মিম হোসেন।
৬ নভেম্বর মহানগরীর শিববাড়ি মোড় এলাকায় বাসা থেকে স্বপ্না খাতুন (২৭) নামে এক নারীর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার পরকীয়া প্রেমিক আবু বক্করকে আটক করা হয়।
২২ অক্টোবর খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ চলাকালে খুলনা রেলস্টেশনে পুলিশ-বিএনপি ধাওয়া-পাল্টাধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটে। এছাড়া নগরীর একাধিক স্থানে উভয় দলের কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
২৭ আগস্ট ঘটে যায় খুলনায় বছরের সবচেয়ে আলোচিত ঘটনা। এদিন দিনগত রাত ১১টার দিকে নগরীর মহেশ্বরপাশা বণিকপাড়া এলাকা থেকে গৃহবধূ রহিমা বেগম নিরুদ্দেশ হন। তার মেয়েরা অভিযোগ করেন, জমিজমা বিরোধে তাকে অপহরণ করা হয়েছে। যা নিয়ে বেশকিছু ঘটনাও ঘটে যায়। কিন্তু সবকিছুর অবসান ঘটে যখন রহিমা বেগম তার সাবেক এক ভাড়াটিয়ার বাড়ি থেকে উদ্ধার হন।
১৯ সেপ্টেম্বর ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। এদিন সকালে মটরসাইকেল চালানো শিখতে গিয়ে নগরীর নিজখাবার এলাকায় বাস চাপায় নিহত হন মসজিদের ইমাম হাফেজ মো. শরিফুল ইসলাম (২২) ও মুয়াজ্জিন মো. বেল্লাল হোসেন (২৫)।
১২ সেপ্টেম্বর খুলনায় পটকা মাছ খেয়ে মা পরী বেগম (৬০) ও তার বড় ছেলে জাহাঙ্গীরের (৩৬) মৃত্যু হয়।
খুলনায় আলোচনায় ছিল মরিয়মের মা
৭ সেপ্টেম্বর খুলনায় কিশোরীকে ধর্ষণ মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ডের আদেশ দেন খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক আব্দুস ছালাম খান। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা- হলেন আলী আকবর ওরফে হৃদয়, মেহেদি হাসান ওরফে ইবু, সোহেল, আব্দুল্লাহ ও মোহন।
২৭ আগস্ট নগরীর খালিশপুরে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ ঘটে। এতে উভয় দলের কয়েকজন নেতাকর্মী আহত হন।
৭ আগস্ট খুলনায় ট্যাংকলরি মালিক-শ্রমিকদের ধর্মঘটে ১৫ জেলায় তেল পরিবহন বন্ধ হয়ে যায়।
৫ আগস্ট গ্রাহক পর্যায়ে রেকর্ড পরিমাণ পানির দাম বাড়ায় খুলনা ওয়াসা। যা ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়।
২৫ জুন শেষ হয় পাঁচ দশমিক ১৩ কিলোমিটার দীর্ঘ এই ব্রডগেজ সিঙ্গেল-ট্র্যাক সেতুর নির্মাণকাজ। সেতুটি খুলনার সঙ্গে মোংলা বন্দরের রেল যোগাযোগ তৈরি করবে।
২৯ জুন নগরীর মুজগুন্নী বাসস্ট্যান্ড এলাকায় খুলনা জেলার দিঘলিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম গাজী ও সেনহাটি এলাকার হাজি শহিদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মোল্লা জুলকার নাইম ওরফে মারজান আহমেদ ওরফে মুন্নাকে (৩৪) গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
২৩ জুন খুলনায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের ছাত্র প্রমিজ নাগের (২৪) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। আত্মহত্যার প্ররোচনার অভিযোগে প্রেমিকা সুরাইয়া ইসলাম মিমের বিরুদ্ধে মামলা হয়েছে।
একই মাসের ৫ জুন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) একটি মেস থেকে কাজল মণ্ডল নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রেমঘটিত বিষয় নিয়ে এক তরুণীর সঙ্গে তার মনোমালিন্য চলছিল বলে জানা যায়।
২৫ মে খুলনায় কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক মঞ্জুরুল আহসান মাসুদকে সাময়িক বরখাস্ত করা হয়। পিবিআই খুলনার পুলিশ সুপার (এসপি) সৈয়দ মুসফিকুর রহমান সে সময় বিষয়টি নিশ্চিত করেন।
১৯ মে টিকিট কালোবাজারির অভিযোগে খুলনা স্টেশনের ৫ কর্মকর্তা-কর্মচারীকে বদলি করা হয়। পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মো. শাহীদুল ইসলাম ওই আদেশ দেন।
খুলনায় আলোচনায় ছিল মরিয়মের মা
২০১৯ সালে খুলনায় বহুল আলোচিত ঘটনা ছিল খুলনা জিআরপি থানায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলা। বিদায়ী বছরের ২২ মে এই মামলার আসামি ও রেলওয়ে পুলিশের সাবেক পরিদর্শক উছমান গনি পাঠানকে কারাগারে পাঠান আদালত।
১৯ মার্চ রাত সাড়ে ৯টার দিকে খুলনা মহানগরীর খানজাহান আলী থানার তেতুলতলা রেলক্রসিংয়ের পাশে একটি গ্যারেজে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে।
৩ মার্চ স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের লেকচারার সাধন চন্দ্র স্বর্ণকারকে কারাগারে পাঠান আদালত।
২০২২ সালে খুলনায় বিএনপির রাজনীতিতে নতুন মেরুকরণ করা হয়। খুলনার বিএনপির ধারক বাহক হিসেবে পরিচিত নজরুল ইসলাম মঞ্জুর কমিটি বাতিল করে ১ মার্চ এস এম শফিকুল আলম মনাকে আহ্বায়ক ও মো. শফিকুল আলম তুহিনকে সদস্য সচিব করে ৭১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
২০ ফেব্রুয়ারি খুলনা মহানগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার দ্বিতীয় ফেজের একটি মাঠে ১১ বছরের শিশু শুভ হাওলাদারকে ইট দিয়ে থেঁতলে নৃশংসভাবে হত্যা করে দুর্বৃত্তরা।
২০২২ সালের প্রথম দিকেও খুলনায় করোনার ছোবল ছিলো প্রকট। তাই টিকা নেওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায় সর্বত্র। ২৫-২৬ কিলোমিটার পাড়ি দিয়ে টিকা নিতে হতো খুলনার দাকোপ উপজেলার বেশ কিছু এলাকার বাসিন্দাদের। এতো লম্বা পথ পাড়ি দিয়ে টিকা নিতে আসার ঘটনাটি তখন আলোচনার জন্ম দেয়।
১৯ ফেব্রুয়ারি খুলনার তেরখাদা উপজেলার ছাগলাদহ ইউনিয়নের কুশলা গ্রামে জমজ মনি ও মুক্তাকে হত্যা করে পুকুরের পানিতে ফেলে দেন মা কানিজ ফাতেমা কনা।
৩০ জানুয়ারি পাওনা টাকা আনতে গিয়ে ধর্ষণের শিকার হয় ১১ বছরের এক শিশু। খুলনার দিঘলিয়ার বারাকপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
২৯ জানুয়ারি খুলনায় ফুলতলার যুগ্মিপাশার নির্মাণাধীন ভবনের বাথরুম থেকে তরুণী মুসলিমার বিচ্ছিন্ন মাথা উদ্ধার করে র্যাব। এই ঘটনায় সোহেল ও রিয়াজ নামের দুই যুবককে গ্রেফতার করা হয়।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষক প্রফেসর সেলিম হোসেনের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় শুরু হয় দেশজুড়ে। এ ঘটনায় টানা ৩৬ দিন বন্ধ ছিলে কুয়েট ক্যাম্পাস।