খুলনায় পাখি শিকারির ৭ দিন কারাদণ্ড
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৬ ডিসেম্বর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৮:৫৩ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
অতিথি পাখি শিকার করায় খুলনার পাইকগাছায় মো. হাসিব রহমান (৩২) নামে এক ব্যক্তিকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার চাঁদখালী ইউনিয়নের গজালিয়া মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম এ সাজা দেন।
পাখি শিকারি হাসিব রহমান উপজেলার চাঁদখালীর গজালিয়া গ্রামের বাসিন্দা কুদ্দুস মোড়লের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন অভিযানে থাকা উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাফ হোসেন।
আলতাফ হোসেন বলেন, দুপুরে উপজেলার চাঁদখলীর গজালিয়া মাঠ থেকে একজন পাখি শিকারিকে বিভিন্ন প্রজাতির ৯টি অতিথি পাখি, একটি এয়ারগান ও ১০০ রাউন্ড সীসার গুলিসহ আনসার সদস্যরা আটক করেন।
উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাফ হোসেন ও ইউনিয়ন লিডার ফয়সাল হোসেন অভিযানের নেতৃত্ব দেন। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম উপস্থিত হয়ে তাকে কারাদণ্ড দেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা পাখি শিকার বন্ধে বিভিন্ন নির্দেশনা দেন।