avertisements 2

খুলনায় মানচিত্রের রূপে ইলেকট্রিক গিটার তৈরি করে দুই বন্ধুর চমক

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৬ নভেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০১:২৩ পিএম, ৫ মে,রবিবার,২০২৪

Text

ছবি: সংগৃহীত 

খুলনায় দুই বন্ধু বাংলাদেশের মানচিত্রের রূপে ইলেকট্রিক গিটার তৈরি করে চমক সৃষ্টি করেছেন। তারা হলেন শেখ লাবনান জামি ও অহিদ আল হক। তারা দু’জনই খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থী। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এবং নতুন কিছু করার ইচ্ছা থেকে  ২০২১ সালের আগস্ট মাসে তারা বাংলাদেশের মানচিত্রের আদলে গিটার তৈরির কাজ শুরু করেন। এক বছরের চেষ্টায় তারা গিটার তৈরি করতে সক্ষম হন। এখন তাদের লক্ষ্য গিনেজ বুকে নাম  লেখানো।

শেখ লাবনান জামি বলেন, গিটার তৈরির কাজ করি আমরা। এই কাজ করতে গিয়ে মাথায় একটা আইডিয়া আসলো মানচিত্রের রূপে গিটার তৈরি করার। সেই ভাবনা থেকে আমি ও অহিদ গিটার বানানোর উদ্যোগ গ্রহণ করি। আর ডিজাইনের জন্য খুলনা আর্ট একাডেমির মিলন বিশ্বাস স্যারের কাছে যাই। তিনি বাংলাদেশের মানচিত্রের আদলে গিটারের ডিজাইন একে দেন। গত বছরের আগস্ট থেকে কাজ শুরু করি।


তিনি আরও জানান, এক বছরের কিছু বেশি সময়ের চেষ্টায় অবশেষে আমরা মানচিত্রের আদলে গিটার বানাতে সক্ষম হয়েছি। অনেকে গিটার দেখে অবাক হয়েছে। এটা ইলেকট্রিক গিটার। চায়না থেকে গিটার তৈরির সরঞ্জাম আনা হয়েছে। আর স্থানীয় কারিগর দিয়ে গিটারটি তৈরি করেছি। এতে প্রায় ৪০ হাজার টাকা ব্যয় হয়েছে। যেসব সরঞ্জাম দিয়ে বানিয়েছি, তাতে এমন গিটার কিনতে গেলে ৯০ হাজার টাকা দাম পড়বে। আমরা পরীক্ষামূলকভাবে এটা বানিয়েছি।


তিনি বলেন, বিশ্বের কোনো দেশের মানচিত্রের আদলে গিটার নেই। আমরাই প্রথম এই গিটার বানিয়েছি। যে কারণে আমাদের লক্ষ্য গিনেজ বুকে নাম লেখানো। আমি আশাবাদী বাংলাদেশের মানচিত্রের আদলে তৈরি গিটারটি
গিনেজ বুকে স্থান পাবে।

এ বিষয়ে অহিদ আল হক বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের মানচিত্রের আদলে গিটার তৈরি করেছি। সরকারি সুযোগ-সুবিধা পেলে স্বল্প মূল্যে মানুষের হাতে এমন গিটার তৈরি করে দেওয়া সম্ভব হবে।

খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস বলেন, খুলনা শহরে শৈশব থেকে বেড়ে উঠেছে লাবনান জামি ও অহিদ আল হক। সাংস্কৃতিক চর্চার মাধ্যমে বেড়ে উঠেছে দুই বন্ধু। বাংলাদেশের মানচিত্র দিয়ে গিটারের অবকাঠামো তৈরি করার উদ্যোগটি প্রশংসনীয়। বর্তমানে যুগের সঙ্গে তাল মিলিয়ে ইলেকট্রিক গিটার প্রচলন রয়েছে বেশি। বড় বড় শিল্পীরা ইলেকট্রিক গিটারে গান পরিবেশন করেন।

তিনি বলেন, লাবনান জামি ও তার বন্ধু ব্যান্ড সংগীত চর্চা করে। তারা নিজেরাই ‘পেইনকিলার’ নামে একটি ব্যান্ড দল পরিচালনা করেন। গিটারের প্রতি রয়েছে তাদের ভালোবাসা। নবীনদের মাঝে যদি গিটারকে সহজলভ্য ও কম দামের ভেতর নিয়ে আসা যায় তাহলে খুব ভালো হবে। তারা এমন আকাঙ্খা নিয়ে আমার কাছে এসে বলেছিল স্যার কাঠের উপরে আমরা বাংলাদেশের মানচিত্র তুলে ধরে গিটারের রূপ দিতে চাই। আপনি আমাদের সহযোগিতা করুন।

তিনি আরও বলেন, আমি নবীনদের উদ্যোগ দেখে আনন্দে আপ্লুত হই। তারা বলে স্যার আমরা গুগলে অনেক সন্ধান করে দেখেছি পৃথিবীতে এখন পর্যন্ত মানচিত্রের রূপে কোনো গিটার তৈরি হয়নি। তাই আমরা এই উদ্যোগ নিয়েছি। তারা কাজ শুরু করে গতবছর ৫ আগস্ট। আমার করা এই গিটারের ডিজাইনে কাজ শেষ হয় গত ২৫ অক্টোবর। ছাত্র লাবনান দুটি গান বাজিয়ে শোনায়। গান শুনে আমি অভিভূত হয়েছি।

তিনি বলেন, ভবিষ্যতে তারা অনেক বড় হতে পারবে, একজন চিত্রশিল্পী হিসেবে আমি তা প্রত্যাশা করি। তাদের নাম গিনেস বুকে স্থান পেলে এটি বাংলাদেশের সুনাম বয়ে আনবে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2