খুলনায় বিএনপি’র সমাবেশকে ঘিরে মহড়া দিচ্ছে আওয়ামী লীগ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২২ অক্টোবর,শনিবার,২০২২ | আপডেট: ০৭:৫০ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
আগামীকাল খুলনায় বিভাগীয় সমাবেশ করবে বিএনপি। গণপরিবহন বন্ধ থাকলেও বিভিন্ন উপায়ে, বাধা-বিপত্তি পেরিয়ে খুলনায় আসছেন বিএনপি’র নেতাকর্মীরা। দলটির অফিসের সামনে ভিড় করছেন তারা। অনেকেই সমাবেশস্থলের আশপাশ এলাকায় অবস্থান করছেন। এদিকে বিএনপি’র সমাবেশের প্রতিবাদে আজ খুলনা নগরীর শিববাড়ি মোড়ে সমাবেশ ও মিছিল করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলো।
এর আগে মোটরসাইকেলে বিএনপি’র সমাবেশস্থলের আশপাশের সড়কে মহড়া দেয় সরকারদলীয় নেতাকর্মীরা। সন্ধ্যার পর নিউমার্কেট, পুরাতন যশোর রোড, ডাকবাংলা মোড়, ময়লাপোঁতার মোড়, গল্লামারি, রূপসা ফেরিঘাট মোড়ে মিছিল করে তারা। এদিকে জেলা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিএনপি’র সমাবেশস্থলের পাশ দিয়ে মিছিল-মিটিং এর ব্যাপারে নির্দেশনা দেয়া হলেও তা মানা হয়নি। সরকারদলীয় নেতাকর্মীদের বিকালে খণ্ড খণ্ড মিছিল ডাকবাংলা হয়ে শিববাড়িতে আসতে দেখা যায়।
বিএনপি’র মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান মানবজমিনকে বলেন, খুলনা বিভাগীয় সমাবেশে বিপুলসংখ্যক মানুষের সমাগম হবে। রাতেই বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা সভাস্থলে পৌঁছাবেন।