খুলনা বড় বাজারের আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৫ অক্টোবর,
বুধবার,২০২২ | আপডেট: ০৮:৫৫ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
খুলনার বড় বাজার জুতাপট্টি ঘাট সংলগ্ন দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (০৫ অক্টোবর) দুপুর ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট এবং স্থানীয়রা কাজ করছেন।
খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, বড় বাজার নদী সংলগ্ন দোকানে আগুন লেগেছে। দুপুর ১টা ৭ মিনিটে খবর পেয়ে আমাদের ৬ ইউনিট আগুন নিয়ন্ত্রণে রওনা হয়। পরে তাদের সঙ্গে যুক্ত হয় আরও দুটি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে তারা কাজ করছে।
বড় বাজারের ব্যবসায়ী শেখ নাছির উদ্দীন বলেন, বুধবার ১টার দিকে বড়বাজার জুতাপট্টি ঘাটের পাশে একটি দোকানে আগুন লাগে। পরে আগুন ছড়িয়ে যায়। এতে অ্যালুমিনিয়ামের দোকানসহ ৩টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা কাজ করছে।