avertisements 2

খুলনার বহুল আলোচিত সেই নিখাঁজ মায়ের লাশ ময়মনসিংহে উদ্ধার!

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৩ সেপ্টেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ০১:৪৩ এএম, ৪ এপ্রিল,শুক্রবার,২০২৫

Text

খুলনার দৌলতপুর থানার মহেশ্বরপাশার উত্তর বানিকপাড়ার বাসিন্দা বহুল আলোচিত রহিমা খাতুন (৫২) নিখোঁজ হওয়ার ২৭দিন পর লাশ উদ্ধার হওয়ার খবর পাওয়া গেছে। ময়মনসিংহ জেলার ফুলপুর থানা পুলিশ গত ১০সেপ্টেম্বর বস্তাবন্দি অবস্থায় লাশটি উদ্ধার করেছে। পরে তার পরিচয় সণাক্ত না হওয়ায় পরনের কাপড়-চোপড় সংরক্ষিত রেখে লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে।

ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন  জানান, ফুলপুর থানার বৌলা এলাকার একটি পারিবারিক কবরস্থানের ঝোপের মধ্যে থেকে বস্তাবন্দি অবস্থায় ওই নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত শেষে পরিচয় সণাক্ত না হওয়ায় আঞ্জুমান মফিদুলের মাধ্যমে লাশটি দাফন করা হয়েছে। তবে তার পরিহিত কাপড়-চোপড় সংরক্ষিত রাখা হয়েছে। তবে লাশটি খুলনার রহিমা বেগমের কিনা তা নিশ্চিত হতে ডিএনএ পরিক্ষার প্রয়োজন রয়েছে বলে জানান তিনি।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2