খুলনায় আড়াই বছর পর নগর পরিবহনের বাস চলল
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১ আগস্ট,সোমবার,২০২২ | আপডেট: ০৮:৫৪ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ছবি সংগৃহীত
করোনা পরিস্থিতি ও লোকসানের কারণে প্রায় আড়াই বছর বন্ধ থাকার পর খুলনায় নগর পরিবহন বাস চালু হয়েছে। সোমবার থেকে আগের মতো ফুলতলা বাসস্ট্যান্ড থেকে নগরীর রূপসা ঘাট পর্যন্ত চলাচল করছে এই বাস।
খুলনা মোটর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোল্লা মুজিবর রহমান গণমাধ্যমকে জানান, সকাল ৮টায় ফুলতলা বাসস্ট্যান্ড থেকে ৫টি নগর পরিবহন বাস চলাচল শুরু হয়েছে। এই রুটে ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। তবে প্রথম দিন এখনও পর্যন্ত আশানুরূপ সাড়া মেলেনি। ২-৪ দিন পর যাত্রী সংখ্যা বাড়বে বলে তারা আশা করছেন। তিনি বলেন, ‘আগের মতো যাত্রীদের সাড়া পাওয়া গেলে শিগগিরই বাসের সংখ্যা বৃদ্ধি করা হবে।’
বাস মালিক ও যাত্রীরা জানান, আড়াই বছর আগে নগরীর রূপসা ঘাট থেকে ফুলতলা বাসস্ট্যান্ড পর্যন্ত ৬৫টি লোকাল বাস চলাচল করতো। নগর পরিবহন নামে পরিচিত এই বাসে স্বল্প খরচে যাতায়াত করতেন নিম্ন আয়ের মানুষ ও শিক্ষার্থীরা। কিন্তু করোনার কারণে অনেকদিন নগর পরিবহন বন্ধ ছিল। তখন লোকসানের কারণে মালিকরা অনেক বাস বিক্রি করে দেন। বাকি বাসগুলোও চলাচল বন্ধ হয়ে যায়।
নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর কমিটি বেশ কিছুদিন ধরে নগর পরিবহন চালুর দাবিতে আন্দোলন করে। এ দাবিতে তারা জনপ্রতিনিধি ও বিআরটিএ কর্মকর্তাদের কাছে স্মারকলিপিও দেয়। সংগঠনটির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না বলেন, নগর পরিবহন চলাচল শুরু হওয়ায় নিম্ন আয়ের মানুষ ও শিক্ষার্থীরা স্বল্প টাকায় যাতায়াত করতে পারবে।