avertisements 2

ভাষা সৈনিক বিএনপি নেতা দাদু ভাই আর নেই

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৪:৪৩ পিএম, ২১ অক্টোবর, বুধবার,২০২০ | আপডেট: ০৮:৪৭ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য, ভাষাসৈনিক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য এম নুরুল ইসলাম দাদু ভাই (৮৫) বুধবার সকাল ৮টার দিকে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

নগরীর সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মৃত্যু বরণ করেন। তার তিন ছেলে ও এক মেয়েসহ রয়েছে। তার পরিবারের সদস্যরা তার মৃত্যু সংবাদ নিশ্চিত করেছে।

এম নুরুল ইসলাম দাদু ভাই ১৯৩৪ সালের ২ মে খুলনা মহানগরীর ২০, বাবুখান রোডস্থ সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেন। তিনি মরহুম ডাঃ খাদেম আহমেদ ও মরহুমা আছিয়া খাতুনের সাত সন্তানের মধ্যে জেষ্ঠ্য ছিলেন।

তিনি ভাসানী ন্যাপের সাথে যুক্ত হয়ে রাজনীতি শুরু করেন। বিএনপি গঠিত হলে তাতে যোগ দেন। বহুদিন তিনি বিএনপি খুলনা মহানগর শাখার সভাপতি ছিলেন এবং খুলনা-৪ (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) আসনের এমপি ছিলেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2