avertisements 2

নাকে কাপড় চেপে গোয়ালঘরে ভোট দিচ্ছেন ভোটাররা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৮ নভেম্বর,রবিবার,২০২১ | আপডেট: ০৬:১৯ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪

Text

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের কৃষ্ণপুরে গোয়ালঘরে অস্থায়ী ভোটকেন্দ্র করা হয়েছে। সেখানে দুর্গন্ধের কারণে নাকে কাপড় চেপে ভোটারদের ভোট দিতে হচ্ছে।

সরেজমিন দেখা গেছে, ভোট দিতে আসা ভোটাররা নাকে কাপড় চেপে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। এরকম অবস্থা জানলে এখানে ভোট দিতে আসতেন বলেও জানান অনেক ভোটার।

কাগজে-কলমে ভোটকেন্দ্রটিকে কৃষ্ণপুর আশ্রয়ণ কমিউনিটি সেন্টার নামে উল্লেখ করা হলেও সেখানে আশ্রয়ণ নিবাসী কয়েকজন গরু-ছাগল পালন করেন।

আশ্রয়ণ কমিউনিটির প্রধান মুক্তার আলী জানান, শুরুর দিকে এটা কমিউনিটি সেন্টার ছিল। তবে রক্ষণাবেক্ষণের অভাবে তা ব্যবহার অনুপযোগী হয়ে পড়ায় স্থানীয় কয়েকজন সেখানে গরু-ছাগল পালন করেন।

তিনি জানান, এখানে গরুর মলমূত্রের গন্ধে নির্বাচনী কর্মকর্তাদের কাজ করতে কষ্ট হচ্ছে।

ভোটকেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রেয়াজুল ইসলাম বলেন, ‘ভোটকেন্দ্রের নাম কমিউনিটি সেন্টার দেখে ভেবেছিলাম পরিবেশটা খুবই চমৎকার হবে। কিন্তু বাস্তব অবস্থা পুরোটাই উল্টো। এমন দুর্গন্ধময় পরিবেশে কষ্ট করেই দায়িত্ব পালন করতে হচ্ছে।’

বিষয়:

আরও পড়ুন

avertisements 2