avertisements 2

সাতক্ষীরায় রাতের আঁধারে নৌকা প্রতীকে সিল: ভোট স্থগিত

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২১ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৮:০৯ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

রাতের আঁধারে নৌকা প্রতীকে সিল মারার অভিযোগে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেড়াগাছি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ভোট কেন্দ্রের ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন।

সোমবার (২০ সেপ্টেম্বর) প্রথম প্রহরে ইউনিয়নের কেড়াগাছি উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে প্রবেশ করে নৌকা প্রতীকে সিল মারে নৌকা প্রতীকের সমর্থকরা। পরবর্তীতে বিষয়টি জানতে পেরে জেলা নির্বাচন অফিসার নাজমুল কবিরসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত হয়ে ওই কেন্দ্রের ভোট স্থগিত করেন।

মোটর সাইকেল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী আফজাল হোসেন হাবিল বলেন, নৌকার প্রার্থীর নির্দেশে কিছু উচ্ছৃঙ্খল নেতাকর্মী রাতে নৌকা ব্যালটে সিল মারে। বিষয়টি জানতে পেরে জেলা নির্বাচন অফিসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে ব্যালটে সিল মারার সত্যতা পায়। এরপর পরই ওই কেন্দ্রের ভোট স্থগিত করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জেলা নির্বাচন অফিসার নাজমুল কবির বলেন, কয়েকটি কারণে আপাতত কেড়াগাছী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ভোট স্থগিত করা হয়েছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2