avertisements 2

ডেক ছিদ্র হয়ে জাহাজে পানি, তলিয়ে গেলো আমদানি করা গাড়ি

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৯ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৩:১৫ এএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪

Text

মোংলা বন্দর জেটিতে ‘মালয়েশিয়া স্টার’ নামের একটি বিদেশি জাহাজের ডেক ছিদ্র হয়ে পানি ঢুকে আমদানি করা রিকন্ডিশন গাড়ি তলিয়ে গেছে। পরে পানি অপসারণ করে গাড়িগুলো খালাস করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ লিমিটেড ও বন্দর কর্তৃপক্ষ।

বন্দর সূত্র জানায়, আমদানি করা রিকন্ডিশন গাড়ি নিয়ে গত ৬ সেপ্টেম্বর (সোমবার) মোংলা বন্দরের জেটিতে ভিড়ে জাহাজটি। জাহাজ থেকে গাড়ি খালাস শুরুর পর পরদিন ডেক ছিদ্র হয়ে ভিতরে পানি ঢুকে পড়ে। পরে পানি অপসারণ করে গাড়িগুলো খালাস করা হয়েছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত হারবার মাস্টার শাহাদাত হোসেন বলেন, পাম্প দিয়ে জাহাজের পানি অপসারণ করা হয়েছে। জাহাজের মধ্যে এখন কোনো পানি নাই। সেখানে থাকা সবগুলো গাড়ি নামানো হয়েছে। তবে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট প্রতিনিধি ওহিদুজ্জামান বলেন, ঢাকা, চট্টগ্রাম ও খুলনার বিভিন্ন ব্যবসায়ীর ৬৩৯টি গাড়ি নিয়ে জাহাজটি বন্দরে আসে। জাহাজটিতে একটি ছোট ছিদ্র হয়ে ১৬টি গাড়ি সামান্য ভিজেছে। তবে কোনো ক্ষয়-ক্ষতি হয়নি।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2