ফুল কিনতে যাওয়ার পথে প্রাণ গেল ৩ কিশোরের
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১১ আগস্ট,
বুধবার,২০২১ | আপডেট: ০৫:০৪ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ফুল কিনতে গিয়ে যশোরের ঝিকরগাছায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন কিশোর নিহত হয়েছে। বুধবার দুপুর ১টার দিকে ঝিকরগাছা উপজেলার বেনেয়ালী মোড়ে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- যশোর শহরের শংকরপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে জীবন হোসেন (১৯), মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে নয়ন হোসেন (২০) ও একই গ্রামের হাসানুজ্জামান হাসানের ছেলে তৌহিদুল ইসলাম (১৪)।
এ প্রসঙ্গে যশোর পুলিশের মুখপাত্র ও ডিবির ওসি রুপন কুমার সরকার জানান, ঘটনাস্থলে একজন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাকি দুজনের মৃত্যু হয়েছে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, তারা তিনজন যশোর থেকে মোটরসাইকেলযোগে ঝিকরগাছার গদখালীতে ফুল আনতে যাচ্ছিল। পথিমধ্যে উপজেলার বেনেয়ালী বাজার এলাকায় পৌঁছলে বেনাপোল থেকে যশোরগামী একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই জীবন হোসেন মারা যায়। আর যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তৌহিদুল ও নয়ন হোসেনের মৃত্যু হয়।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, দুর্ঘটনায় একজন নিহত ও দুইজন আহতের খবর পেয়েছি। হাইওয়ে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
যশোর জেনারেল হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক মেহজাবিন মুক্তি জানান, তৌহিদুল ও নয়ন হোসেনের বুকে ও মাথায় আঘাতে তাদের মৃত্যু হয়েছে। আর হাসপাতালে আসার আগে মারা যায় জীবন হোসেন।