avertisements 2

খুলনায় স্বাস্থ্যবিধি না মানায় ১১১ জনের জেল-জরিমানা

খুলনায় স্বাস্থ্যবিধি না মানায় ১১১ জনের জেল-জরিমানা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৩ জুন, বুধবার,২০২১ | আপডেট: ০৯:১২ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪

Text

খুলনায় লকডাউন চলাকালে স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকরণে মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতে ১১১ জনকে জেল জরিমানা দেওয়া হয়। এর মধ্যে ৭৯ মামলায় ৮২ জনকে ১ লাখ ৪০ হাজার ৯০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক। এছাড়াও ২৮ জনকে এক ও দুই দিনের কারাদণ্ড দেন বিচারক।

স্বাস্থ্যবিধি এবং করোনাকালীন বিধি-নিষেধ অমান্যকরণের দায়ে এসব অর্থদণ্ড ও কারাদণ্ড দেওয়া হয়। সরকারি আদেশ অমান্যকারীদের ‘সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮’ এবং ‘দণ্ডবিধি, ১৮৬০’ এর ধারার বিধান অনুযায়ী জরিমানা করা হয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিককালে খুলনায় করোনা সংক্রমণের হার আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় জেলা পর্যায়ে করোনাভাইরাস সংক্রমণ ও প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা কমিটির সভায় ২২-২৮ জুন কঠোর লকডাউনের সিদ্ধান্ত হয়। লকডাউন আরোপের সর্বসম্মত সিদ্ধান্তের প্রেক্ষিতে জারিকৃত গণ-বিজ্ঞপ্তির নির্দেশনাসমূহ সঠিকভাবে প্রতিপালিত হচ্ছে কিনা তা তদারকি করতেই মূলত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2