avertisements 2

করোনা : খুলনায় এক সপ্তাহ বাস-ট্রেন চলাচল বন্ধ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২১ জুন,সোমবার,২০২১ | আপডেট: ১২:৫৩ পিএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪

Text

করোনাভাইরাসের সংক্রমণ রোধে খুলনায় আগামী ২২ জুন থেকে শুরু হচ্ছে এক সপ্তাহের কঠোর লকডাউন। এই সময়ে বাস ও ট্রেন বন্ধ থাকবে। রোববার (২০ জুন) বিকেলে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, লকডাউন চলাকালীন খুলনা রেলস্টেশনে ট্রেনের আগমন এবং বহির্গমন বন্ধ থাকবে। একইসঙ্গে জেলার অভ্যন্তরে অথবা আন্তঃজেলার গণপরিবহন চলাচল বন্ধ থাকবে। পাশাপাশি বন্ধ থাকবে ইজিবাইক, থ্রি হুইলারসহ সব ধরনের যানবাহন চলাচল।

এদিকে স্বাস্থ্য অধিদফতরের দেয়া সবশেষ তথ্যনুযায়ী, দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৮২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩৬৪১ জন। মৃত্যুবরণ করা ৮২ জনের ৩২ জনই হচ্ছে খুলনা বিভা‌গের।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2