সাতক্ষীরায় রেকর্ড এক দিনে ১০৮ জনের করোনা শনাক্ত,উপসর্গে চারজনের মৃত্যু
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৯ জুন,
বুধবার,২০২১ | আপডেট: ০৯:১২ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
সাতক্ষীরায় কোনোভাবেই থামছে না করোনা সংক্রমণের হার। কঠোর লকডাউনের মধ্যেও দিন দিন অক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় নতুন করে আরো ১০৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
এ সময় সাতক্ষীরা মেডিক্যাল কলেজ (সামেক) হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে ১৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার প্রায় ৬০ শতাংশ। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা এখন ২ হাজার ৯৭ জন।
এর আগে সোমবার ১৮৭ জনের নমুনা পরীক্ষায় ১০৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়। যা পরীক্ষা বিবেচনায় ৫৫ দশমিক ৮ শতাংশ। যা ছিল এর আগে জেলায় এক দিনে সর্বোচ্চ হার। আগের দিনে রেকর্ড ভেঙ্গে মঙ্গলবার ১০৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিক্যল অফিসার ডা: জয়ন্ত কুমার এক দিনে সর্বোচ্চ ১০৮ জনের করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, এনিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা এখন ২ হাজার ৯৭ জন।
এদিকে সাতক্ষীরা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, করোনা ও করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন এক নারী ও আপন দুই সহোদরসহ আরো পাঁচজন। মৃত ব্যক্তিরা হলেন কালিগঞ্জ উপজেলার নোয়াপাড়া গ্রামের মনিরা খাতুন, দেবহাটা উপজেলার বদরতলা গ্রামের সুশাংক কুমার, শ্যামনগর উপজেলার পাতাখালী দু’সহোদর তোহা কামাল ও সোয়েব খান এবং সদর উপজেলার হাওয়াখালী গ্রামের আবুল হোসেন।
এ নিয়ে জেলায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন কমপক্ষে ২৩২ জন ব্যাক্তি। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন অর্ধ শতাধিক।