খুলনায় কোয়ারেন্টাইনে থাকা তরুণীকে ধর্ষণ, অভিযুক্ত পুলিশ গ্রেফতার
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৭ মে,সোমবার,২০২১ | আপডেট: ০৬:২৯ পিএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
![Text](/assets/images/bangla katha_1621251020.jpg)
খুলনা পিটিআই কেন্দ্রে ভারত ফেরত কোয়ারেন্টাইনে থাকা এক তরুণীকে (২২) ধর্ষণের অভিযােগে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোখলেছুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে সোমবার (১৭ মে) সকালে খুলনা সদর থানায় নির্যাতিত তরুণী বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার সত্যতা নিশ্চিত করেছেন কেএমপির ডেপুটি কমিশনার (দক্ষিণ) মাে. আনােয়ার হােসেন। নির্যাতিত তরুণী খুমেক হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, অভিযুক্ত মোখলেছুর রহমান খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কোর্ট অতিরিক্ত উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত। তিনি খুলনার পিটিআই কোয়ারেন্টাইন সেন্টারে গত ১ মে থেকে দায়িত্ব পালন করছিলেন। অভিযুক্ত মোখলেছুর রহমান (৪৪) যশোর সদরের দৌলদিহি এলাকার মৃত মো. সেকেন্দার আলীর ছেলে।
জানা গেছে, নির্যাতিত তরুণী ৪ মে ভারত থেকে এসে খুলনা পিটিআই সেন্টারে ১৪ দিনের কোয়ারেন্টাইনে ছিলেন। কোয়ারেন্টাইন চলাকালীন এএসআই মােখলেছুর রহমানের সাথে তার প্রেমের সম্পর্ক হয়। একপর্যায়ে গত ১৪ মে মােখলেছুর রহমান তাকে ধর্ষণ করে।