avertisements 2

সাতক্ষীরায় ঈদের নতুন পোশাক নিয়ে লাশ হয়ে বাড়িতে ফিরলো দুই ভাই

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৩ এপ্রিল,রবিবার,২০২৩ | আপডেট: ০৯:৪৭ এএম, ৯ আগস্ট,শনিবার,২০২৫

Text

নতুন পোশাক নিয়ে লাশ হয়ে বাড়িতে ফিরলো দুই ভাই। ঈদের দিনে শোকের মাতম চলছে নিহতদের বাড়িতে। ঘটনাটি সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার মাগুরা গ্রামে। নিহত দুই ভাই হলেন-রিফাত হোসেন (১৬) ও ইমরান হোসেন (১৯)। পিতার নাম আসাদ মোড়ল। মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গণেশ চন্দ্র দেবনাথ স্থাণীয়দের বরাত দিয়ে জানান,

ঈদের নতুন পোশাক কিনে নিয়ে শুক্রবার সন্ধ্যায় পাটকেলঘাটা থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলো ইমরান ও রিফাত। হাজরাপাড়া নামকস্থানে পৌঁছালে মাইক্রোবাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। 

এসময় তারা মারাত্মক আহত হয়। স্থাণীয়রা তাদেরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে  ভর্তি করেন। সেখানে রাতে ইমরান মারা যায়। অপর সহোদর রিফাতকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নিয়ে যাওয়ার পথে মারা যায়।

তিনি বলেন, শনিবার (২২ এপ্রিল) ঈদের দিন সকালে নিহত দুই ভাইয়ের লাশ মাগুরা গ্রামের বাড়িতে পৌঁছালে সেখানে হৃদয় বিদারক অবস্থার সৃষ্টি হয়। পরিবারটিতে এখন শোকের মাতম চলছে। 

ইউপি চেয়ারম্যান গণেশ চন্দ্র দেবনাথ আরো বলেন, দুর্ঘটনার সময় একই গ্রামের সুজন গাজী (২৫) নামের আরো একজন হয় হয়। সে মিঠু গাজীর ছেলে। আহত সুজন বাড়িতে চিকিৎসাধীন রয়েছে। পাটকেলঘাটা  থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন কুমার রায় ঘটনাটি শুনেছেন বলে জানিয়েছেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2