খুলনা মেডিকেল হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক, ২৩ দিনপর উদ্ধার
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৮ ফেব্রুয়ারী,শনিবার,২০২৩ | আপডেট: ০৮:৩৭ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
নড়াইল জেলার কালিয়া থানার পার বিষ্ণুপুর গ্রাম থেকে গতকাল বৃহস্পতিবার রাতে উদ্ধার হওয়া নবজাতক। ছবি: সংগৃহীত
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার করেছে পুলিশ। চুরির ২৩ দিন পর গতকাল বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে নড়াইল থেকে তাকে উদ্ধার করা হয়। একইসঙ্গে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
খুলনার সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২৪ জানুয়ারি সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল থেকে শিশুটি চুরি হয়েছিল। এ ঘটনায় খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় শিশুটির নানা বাদী হয়ে মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তোফায়েল বলেন, ‘মামলার তদন্ত চলাকালে জানা যায়, পার বিষ্ণুপুর গ্রামে একটি নবজাতক বিক্রি হয়েছে। বিষয়টি জানার পর সেখানে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে খুলনায় আনা হয়। বর্তমানে শিশুটিকে খুমেক হাসপাতালের ওসিসিতে রাখা হয়েছে। শিশুটির ডিএনএ টেস্ট করে নিশ্চিত হওয়ার পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
খুমেক হাসপাতাল ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ২৪ জানুয়ারি সকাল ১০টায় রানিমা নামের এক প্রসূতি নারী হাসপাতালে ভর্তি হন। দুপুরের দিকেই তিনি সন্তান প্রসব করেন। বিকেল ৫টার দিকে হাসপাতাল থেকে তাদের রিলিজ দেওয়া হয়। তারা ছাড়পত্র নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের গেটে আসেন। এ সময় নবজাতকের বাবা তুরাব আলি ও আত্মীয়-স্বজন অ্যাম্বুলেন্স ভাড়া করা নিয়ে কথা বলছিলেন। অতিরিক্ত ভাড়া চাওয়া নিয়ে অ্যাম্বুলেন্সচালক ও রোগীর আত্মীয়-স্বজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায় তা হাতাহাতি পর্যন্ত গড়ায়। এ সময় নবজাতকটি ছিল তার খালার কোলে। হাতাহাতি থামাতে তিনি কোলে থাকা নবজাতককে পাশের এক নারীর কাছে দেন। পরে পরিস্থিতি শান্ত হলে নবজাতককে নিতে গিয়ে দেখেন ওই নারী সেখানে নেই।