বাংলাদেশে সাথে সম্পর্ক সুগভীর করতে চান বাইডেন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১১:৩৪ পিএম, ২০ ফেব্রুয়ারী,শনিবার,২০২১ | আপডেট: ১০:৪৯ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
প্রেসিডেন্ট বাইডেন ১৭ ফেব্রুয়ারি স্বাক্ষরিত আনুষ্ঠানিক গ্রহণপত্রে নতুন রাষ্ট্রদূতকে যুক্তরাষ্ট্রে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশে সঙ্গে সম্পর্ক সুগভীর করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. সহিদুল ইসলামের পরিচয়পত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন বলে ওয়াশিংটন ডিসি’র বাংলাদেশ দূতাবাস শনিবার (২০ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
প্রেসিডেন্ট বাইডেন ১৭ ফেব্রুয়ারি স্বাক্ষরিত আনুষ্ঠানিক গ্রহণপত্রে নতুন রাষ্ট্রদূতকে যুক্তরাষ্ট্রে স্বাগত জানান এবং দু'দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুগভীর করতে একযোগে কাজ করার বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, বিদ্যমান কোভিড-১৯ মহামারি পরিস্থিতি বিবেচনায় মার্কিন যুক্তরাষ্ট্র সরকার নতুন রাষ্ট্রদূত কর্তৃক প্রেসিডেন্ট বরাবর সরাসরি পরিচয়পত্র প্রদানের প্রথাগত আনুষ্ঠানিক আয়োজন হতে বিরত থাকছে। প্রেসিডেন্ট কর্তৃক পরিচয়পত্র গ্রহণের বিষয়টি “পেপার-বেইজড” প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করা হয়।