এবার গাজা থেকে ইসরায়েলে রকেট নিক্ষেপ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৪ জুন,শনিবার,২০২৫ | আপডেট: ০৭:৪৪ পিএম, ১৩ জানুয়ারী,মঙ্গলবার,২০২৬
ছবি: সংগৃহীত
ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছে, গাজা থেকে ইসরায়েলের দিকে দুটি রকেট নিক্ষেপ করা হয়েছে। কিন্তু রকেট দুটি সীমান্তবর্তী এলাকায় একটি খোলা জমিতে পড়েছে বলে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
শনিবার (১৪ জুন) সিএনএনের এক প্রতিবেদন থেকে এমন তথ্য জানা যায়।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে বলেছে, শনিবার সকালে সাইরেন বাজানোর পর, গাজা উপত্যকার সীমান্তবর্তী এলাকায় দুটি প্রজেক্টাইল পড়তে দেখা যায়।
তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। ৬০০ দিনেরও বেশি সময় ধরে গাজায় ইসরায়েলের যুদ্ধ চলার পর গাজা থেকে রকেট ছোড়ার ঘটনা খুব কমই ঘটেছে।
এদিকে, শুক্রবার ইরানের পারমাণবিক স্থাপনা এবং সামরিক ঘাঁটি লক্ষ্য করে ভয়াবহ হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের কয়েকজন শীর্ষ কর্মকর্তাসহ কয়েকজন পরমাণুবিজ্ঞানী নিহত হন। এর জবাবে ইসরায়েলে পাল্টা হামলা চালায় ইরান। শুক্রবার রাতে ও শনিবার ভোরে ইরানের চালানো হামলায় তিনজন ইসরায়েলি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
‘আমরা আমেরিকান হতে চাই না’: হুমকির জবাবে গ্রিনল্যান্ডের রাজনীতিকরা
ইরানে হামলার ব্যাপারে গুরুত্বের সঙ্গে ভাবছেন ট্রাম্প
আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই : ট্রাম্প
মার্কিন চাপে ‘বিপুল সংখ্যক’ রাজনৈতিক বন্দি মুক্তি শুরু করলো ভেনেজুয়েলা





