হিজবুল্লাহর কৌশলে গাজায় হামলা কমাতে পারে ইসরায়েল
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৭ জুন,বৃহস্পতিবার,২০২৪ | আপডেট: ১২:২৯ পিএম, ১৯ এপ্রিল,শনিবার,২০২৫

গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই তেল আবিবে হামলা করে আসছে হিজবুল্লাহ। এই গোষ্ঠীটির হামলা বন্ধ করার জন্য ইসরায়েল গাজায় হামলার তীব্রতা কমানোর পরিকল্পনা করছে। ইসরায়েল ধারণা করছে, যদি গাজায় কম হামলা চালানো হয় তাহলে হিজবুল্লাহও ইসরায়েলে হামলা কমাবে। এছাড়া হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ এড়ানোরও চেষ্টা করছে ইসরায়েল।
টাইমস অব ইসরায়েল বুধবার (২৬ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে এক ইসরায়েলি কর্মকর্তা বলেন, গাজায় হামাস-ইসরায়েল যুদ্ধবিরতি হওয়ার সম্ভাবনা এখন কম। কিন্তু যতদিন গাজায় যুদ্ধ বন্ধ না হবে ততদিন হিজবুল্লাহ তাদের হামলা বন্ধ করবে না। এ কারণে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ভিন্ন কৌশল ভাবা শুরু করেছে। আর ভিন্ন কৌশল হিসেবে তারা গাজায় হামলার তীব্রতা কমানোর পরিকল্পনা করছে।
এছাড়া যুক্তরাষ্ট্রের শঙ্কা, হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে এখন যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এটি যদি এখনই না থামানো হয় তাহলে এটি পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নিতে পারে। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট সর্বশেষ যুক্তরাষ্ট্র সফরে এই কৌশল নিয়ে আলোচনা করেন বলেও জানিয়েছে সংবাদ মাধ্যমটি।
গাজার রাফা শহরে থাকা একটি পদাতিক ব্রিগেডের কমান্ডার গত সপ্তাহে সাংবাদিকদের বলেন, আগামী এক মাসের মধ্যে রাফাতে তাদের অভিযান শেষ হয়ে যাবে।
বড় অভিযান বন্ধ হলেও অভিযান চালানো হবে বলেও জানিয়েছেন ইসরায়েলি সামরিক কর্মকর্তারা।
৭ অক্টোবর ইসরায়েলে হামলা করে হামাস। সেই হামলায় প্রায় এক হাজার ২০০ ইসরায়েলি নিহত হয়। সেই সঙ্গে ২৫১ জন ইসরায়েলিকে জিম্মি করে হামাস যোদ্ধারা। ইসরায়েলি সরকার বলছে, হামাস সম্পূর্ণরূপে ধ্বংস না হওয়া পর্যন্ত এবং জিম্মিদের মুক্তি বা উদ্ধার না করা পর্যন্ত যুদ্ধ চলবে।
হামাসের সমর্থনে ইসরায়েলের সামরিক বাহিনীর ওপর চাপ সৃষ্টির করতে হিজবুল্লাহ ৭ অক্টোবর হামলা শুরু করে। তারা বলেছে, গাজায় যুদ্ধ শেষ হলে হামলা বন্ধ হবে।
সূত্র : দ্য টাইমস অব ইসরায়েল
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

বিবিসির প্রতিবেদনে এবার উঠে এলো আয়নাঘরের ভয়াবহ চিত্র

৩৬টি হামলায় শুধু নারী-শিশুদের হত্যা করেছে ইসরায়েল: জাতিসংঘ

যুক্তরাষ্ট্রের শুল্কনীতিতে নাটকীয় পরিবর্তন: ট্রাম্পকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার

বাংলাদেশের মঙ্গল ভারতের চেয়ে বেশি অন্য কেউ কামনা করে না: জয়শঙ্কর
