avertisements 2

করোনা নিয়ন্ত্রণের পথে অস্ট্রেলিয়া!

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৩ এপ্রিল,বৃহস্পতিবার,২০২০ | আপডেট: ০৫:৫৩ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

সারা বিশ্ব কাঁপছে করোনার দাপটে। তবে স্বস্তির নিঃশ্বাস ফেলছে অস্ট্রেলিয়া। গত ২৪ ঘণ্টায় (২২ এপ্রিল)  দেশটিতে নতুন করে মাত্র চারজনের শরীরে করোনা ধরা পড়েছে। আর করোনায় আক্রান্ত হয়ে নতুন করে তিনজনের মৃত্যু হয়েছে। দেশটির ডেপুটি চিফ মেডিক্যাল অফিসার পল কেলি এই তথ্য জানিয়েছেন। প্রফেসর পল কেলি বলেন, এই সফলতার পেছনে রয়েছে সামাজিক দূরত্ব মেনে চলা। 

ফেডারেল সরকারের আরোপ করা সামাজিক দূরত্বের নিয়মটি করোনা মোকাবেলায় খুব কাজে দিচ্ছে। পরে হয়তো আমার আরো সফল হবো।  অস্ট্রেলিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ছয় হাজার ছয়শ ৪৯ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৪ জন। সারা বিশ্বে করোনার তাণ্ডব যখন বাড়ছে তখন করোনা নিয়ন্ত্রণে নিয়ে আসতে চলেছে অস্ট্রেলিয়া। পল কেলি বলেন, বারবার পরীক্ষা করে আরো নতুন সংখ্যক কেস সন্ধান করছি আমরা। করোনার লক্ষণ ছাড়াও বা হালকা

করোনা লক্ষণ রয়েছে এমন রোগীর সন্ধান করছি আমরা। মার্চের ৩০ তারিখ করোনা নিয়ন্ত্রণে কিছু নির্দেশনা জারি করে দেশটির সরকার। সেখানে বলা হয়, সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। দুই জনের বেশি মানুষ এক সঙ্গে হাঁটতে পারবেন না। তবে অবশ্যই তাদের এক ঘরের হতে হবে। দেশটিতে বিয়ে ও শেষকৃত্যের সময়ে গণজমায়েত নিষিদ্ধ করা হয়। ৭০ বছরেরও বেশি বয়স্ক ব্যক্তিদের ঘরে থাকার জন্য পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি ৬০ বছরেরও বেশি বয়সীদের যাদের দীর্ঘস্থায়ী অসুস্থতা রয়েছে এবং ৫০ বছরেরও বেশি বয়সী আদিবাসীদের ঘরে থাকতে বলা হয়। 

দেশটির জনগণ এই পরামর্শ মেনে চলে বলে জানিয়েছেন পল কেলি। আর তাতেই মিলছে সাফল্যের দেখা। করোনায় নতুন করে আক্রান্তের হার নিচের দিকে নামতে শুরু হয়েছে। তিনি জানিয়েছেন, আর এক সপ্তাহ দেখে নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করা হতে পারে। সূত্র: এবিসি নিউজ।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2