দেশে আটকে পড়া অস্ট্রেলিয়ান সিটিজেন ও পাঃ রেসিডেন্টেদের ফেরত আনার প্রক্রিয়া শুরু
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৬ এপ্রিল,সোমবার,২০২০ | আপডেট: ০৫:৫৭ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
করোনার কারনে বাংলাদেশ বেড়াতে গিয়ে আটকা পড়েছেন কয়েক শতাধিক অস্ট্রেলিয়ান বাংলাদেশী ও পাঃ রেসিডেন্ট। তারা বিভিন্ন মাধ্যমে অস্ট্রেলিয়ায় ফেরার আগ্রহ জানাচ্ছিল। অন্যদিকে পারিপার্শ্বিক পরিস্হতি বিবেচনা করে ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাইকমিশনে কার্যক্রম সীমিত করা হয়েছিল। ফলে আটকেপড়ারা মহা অনিশ্চয়তায় দিনপাত করছিলেন।
এই অবস্হায় মাল্টিকালচারাল সোসাইটি অব ক্যাম্বেলটাউনে ইনকের কার্যনির্বাহী কমিটির সভাপতি এনাম হক, সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর আলম, জেনারেল সেক্রেটারী মো: সফিকুল আলম স্ব-উদ্যোগে অভিবাসন, নাগরিকত্ব, অভিবাসী সেবা ও বহুসংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় যোগাযোগ শুরু করেন।
এই সময় তাদের কাছে আগ্রহীদের তালিকা চাওয়া হয়। তালিকা করতে গত ১ এপ্রিল বাংলাকথায় "" বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ান বাংলাদেশীদের ফেরত আনার উদ্যোগ, সহযোগিতা দেবে মাল্টিকালচারাল সোসাইটি অব ক্যাম্বেলটাউন ইনক"" এই সংক্রান্ত নিউজ প্রকাশ করে।
এরপর কয়েক শতাধিক ইমেইলে ৭০৪ অস্ট্রেলিয়ান সিটিজেন ও পাঃ রেসিডেন্ট অস্ট্রেলিয়া ফেরত আসার আগ্রহ প্রকাশ করে। মাল্টিকালচারাল সোসাইটি অব ক্যাম্বেলটাউন ইনকের স্বেচ্ছাসেবকরা প্রতিটা ইমেইল প্রেরনকারীকে ফিরতি ইমেল তাদের সহযোগিতার সর্বোচ্চ আশ্বাস দেয় এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে একটি তালিকা প্রস্তুত করে । এই তালিকা নিয়ে মাল্টিকালচারাল সোসাইটি অব ক্যাম্বেলটাউনে ইনকের , সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর আলম সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে দেখা করেন এবং আটকে পড়া অস্ট্রেলিয়ান সিটিজেন ও পাঃ রেসিডেন্টেদের অস্ট্রেলিয়া ফেরত আনার প্রক্রিয়া শুরুর অনুরোধ জানান।
মন্ত্রী ব্যাপারটি নিয়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ে যোগাযোগ করেন। সেই ধারাবাহিকতায় আজ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সপ্তাহের মধ্যেই লিস্টের সবাইকে অস্ট্রেলিয়ান হাই কমিশন, বাংলাদেশের পক্ষ থেকে ইমেইলে যোগাযোগ করা হবে এবং পরবর্তী নির্দেশনা দেয়া হবে। পরবর্তী আপডেট পেতে আগ্রহী সকলকে ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাইকমিশনের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করার অনুরোধ করা হলো। Australian HC Dhaka +8809694260100 Email: ahc.dhaka@dfat.gov.au +61 2 6261 3305 consular emergency centre ফাইল ছবি