অস্ট্রেলিয়ার দাবানল উপমহাদেশের চিন্তার কারণ হয়ে উঠছে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৫ জানুয়ারী,শনিবার,২০২০ | আপডেট: ০৯:১৭ এএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

অস্ট্রেলিয়ার ভয়াবহ দাবানল কি ভারতীয় উপমহাদেশেরও চিন্তার কারণ হয়ে উঠতে চলেছে? দক্ষিণ এশিয়ার বায়ুমণ্ডলেও কি তা ভরে দিয়েছে ভয়ঙ্কর বিষের কণা- ‘এরোসল্স’, প্রচুর পরিমাণে? বাতাসে ভাসমান এই সব ধূলিকণা (এরোসল্স) আমাদের শ্বাসের বাতাসকে তো আরও বিষিয়ে দেবেই, কারণ হয়ে উঠতে পারে শ্বাসকষ্টজনিত নানা ধরনের রোগের বাড়-বৃদ্ধিরও। বিশেষজ্ঞরা বলছেন, ‘ওই ভয়াবহ দাবানলের ফলে ভারতীয় উপমহাদেশের (বাংলাদেশ সহ) বায়ুমণ্ডলেরও আরও বিষিয়ে ওঠার আশঙ্কা জোরালো হয়ে উঠল।
পৃথিবীর বায়ুমণ্ডলে যতটা এরোসল্স থাকলে তা মোটামুটি স্বাভাবিক বলে ধরে নেওয়া হয়, ভারতীয় উপমহাদেশেও ইতিমধ্যেই তার পরিমাণ ৩ থেকে ৪ গুণ।’ আশঙ্কার কারণ নাসা ও আমেরিকার ‘ন্যাশনাল ওশ্নিক অ্যান্ড অ্যাটমস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (নোয়া)’-এর উপগ্রহ ‘সুয়োমি এনপিপি’-র পাঠানো ছবি ও তথ্যাদি। যেখানে দেখা যাচ্ছে, ওই দাবানলের ধোঁয়া ইতিমধ্যেই গোটা বিশ্ব পরিক্রমা করে ফেলেছে। আর সেই পরিক্রমার পর তা এখন ফিরে গিয়েছে আবার পূর্ব অস্ট্রেলিয়ায়। আর তার জেরে প্রচুর পরিমাণে এরোসল্স জমা হয়েছে পৃথিবীর বায়ুমণ্ডলে"
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ভিক্টোরিয়া শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

অস্ট্রেলিয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত

বাংলাদেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের প্রয়োজন: অস্ট্রেলিয়ার সিনেটরদ্বয়

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের নতুন হাই কমিশনারের পরিচয়পত্র পেশ
