avertisements 2

দাবানলে ‌বাঁচতে সুইমিং পুলে আশ্রয় ক্যাঙারুর

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৫ ডিসেম্বর, বুধবার,২০১৯ | আপডেট: ১০:৩৬ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪

Text

ভয়াবহ দাবানলে জ্বলছে অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ তৃণভূমি। নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া, সিডনিসহ বিভিন্ন অঞ্চল মিলিয়ে প্রায় তিন দশমিক সাত মিলিয়ন হেক্টর তৃণভূমি পুড়ে ছাই হয়ে গেছে। এই তৃণভূমি অস্ট্রেলিয়ার জাতীয় পশু ক্যাঙারু, কোয়ালা ভাল্লুক, উড়ন্ত শিয়াল, ইয়েলো ক্রেস্টেড কাকাতুয়ার মতো প্রাণীরা বসবাস করতো।

ঘরবাড়ি পুড়ে যাওয়ায় সেই সব প্রাণীরা এখন বাস্তুহারা। বেশ কিছু পশুপাখিকে উদ্ধার করে বিভিন্ন পশু সংরক্ষণ কেন্দ্রে নিয়ে গেছেন বনকর্মী এবং পশুপ্রেমীরা। তেমনই নিউ সাউথ ওয়েলস’র হান্টার অঞ্চলের সংরক্ষণ কেন্দ্রের পেছনের সুইমিং পুলে উদ্ধার হওয়া একটি ক্লান্ত ক্যাঙারুর গা ডুবিয়ে বসে থাকার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

প্রাণী বিজ্ঞানীরা জানালেন, শরীরে বাড়তি চর্বি থাকার কারণে ক্যাঙারুদের গরম লাগে বেশি। এর মধ্যে দাবানলের তাপও সহ্য করতে হয়েছে প্রাণীটিকে। আর সেই কারণেই শারীরিক কষ্ট লাঘবের জন্য ঠান্ডা পানির আশ্রয় খুঁজেছিল ক্যাঙারুটি। প্রচণ্ড তাপমাত্রা ও শুষ্ক বাতাসে ক্রমেই আরো বিধ্বংসী আকার নিচ্ছে অস্ট্রেলিয়ার দাবানল।

অস্ট্রেলিয়ার দাবানলে এরই মধ্যে মৃত্যু হয়েছে ছয় জন মানুষের। দাবানলের কারণে অত্যধিক তাপমাত্রা বেড়ে যাওয়ায় ভিক্টোরিয়া স্টেটে মারা গেছে প্রচুর ইয়েলো ক্রেস্টেড কাকাতুয়া। নিউ সাউথ ওয়েলসে দাবানলে তাদের বাসস্থানের এক তৃতীয়াংশ ভস্মীভূত হয়ে গিয়ে মারা গেছে প্রায় দুই হাজার কোয়ালা ভাল্লুক।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2