avertisements 2

বোতলজাত তেল হয়ে যাচ্ছে 'খোলা তেল'

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৫ মার্চ,শনিবার,২০২২ | আপডেট: ০৮:৪২ এএম, ১৮ জানুয়ারী,শনিবার,২০২৫

Text

নওগাঁয় বেশি লাভের আশায় বোতলজাত তেল খুলে খোলা তেল আকারে বিক্রি করতে গিয়ে ৩০ হাজার টাকা জরিমানা গুনতে হয়েছে এক তেল ব্যবসায়ীকে। এ সময় নির্ধারিত দাম থেকে অতিরিক্ত দামে তেল বিক্রি ও মূল্যে তালিকা না ঝোলানোর অপরাধে আরো ৬ প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ শুক্রবার বেলা ১১টায় শহরের ডাপপট্টি ও কাঁচাবাজার এলাকায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ ও জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) যৌথ অভিযান চালিয়ে এই প্রতিষ্ঠানকে জরিমানা করে।

জরিমানাকৃত প্রতিষ্ঠান গুলো ডাবপট্রি এলাকায় বোতলজাত তেলখুলে খোলা তেল আকারে বিক্রির অপরাধে অম্বিকা চরণপালকে ৩০ হাজার টাকা, নির্ধারিত দাম থেকে অতিরিক্ত দামে তেল বিক্রির অপরাধে মেসার্স রাজা ভারাইটিজকে ৫ হাজার টাকা, নিতাই ভ্যারাইটিজকে ৩ হাজার টাকা, জননী ভারাইটিজকে ৩ হাজার টাকা এবং রিফাত স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া মূল্য তালিকা না ঝোলানোর অপরাধে বিশ্ব ভারাইটিজকে ১ হাজার টাকা ও মা ভারাইটিজকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের বিষয়ে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হোসেন বলেন, কয়েকদিন ধরে অনেকে মুঠোফোনে জানাচ্ছিলেন ওই এলাকার কিছু দোকানে বোতলের গায়ে লেখা দামের চেয়ে বেশি দামে সয়াবিন তেল বিক্রি করা হচ্ছে। বিষয়টি জানার পর আজ ক্রেতা সেজে দোকান গুলোতে অভিযান চালানো হয়। তেলসহ খাদ্যপণ্য নিয়ে কেউ এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড চালালে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2