আবারও এশিয়ার ১ নম্বর ধনী মুকেশ আম্বানি, চিনের জল বিক্রেতাকে জোর টক্কর
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০:৩৫ পিএম, ২৭ ফেব্রুয়ারী,শনিবার,২০২১ | আপডেট: ০১:৩৩ এএম, ১২ জানুয়ারী,রবিবার,২০২৫
টক্কর হয়েছে সমানে সমানে। সবাইকে পেছনে ফেলে এশিয়ার এক নম্বর ধনী সেই মুকেশ আম্বানি। চিনের সেই ধনী জল বিক্রেতাকে মনে আছে তো! স্রেফ মিনারেল ওয়াটার বিক্রি করেই যিনি এশিয়ার সেরা ধনী ব্যক্তির তকমা পেয়েছিলেন। এনার সম্পত্তির পরিমাণ টেক্কা দিয়েছিল মুকেশ আম্বানি, জ্যাক মাকেও। সেই কোটিপতি ব্যবসায়ী ঝং শানশানকে ফের জোর টক্কর দিয়েছেন আম্বানিরা। আমেরিকার আর্থিক সংস্থা ব্লুমবার্গের বিচারে ঝং শানশানকে টেক্কা দিয়ে ফের এশিয়ার ধনীতম ব্যক্তির শিরোপা পেয়েছেন রিল্যায়ান্স সুপ্রিমো মুকেশ আম্বানি।
ব্লুমবার্গ জানাচ্ছে, মুকেশ আম্বানির মোট সম্পত্তির পরিমাণ ৮০ বিলিয়ন ডলার, যেখানে চিনে ব্যবসায়ী ঝং শানশানের সম্পত্তি ৭৬.৬ বিলিয়ন ডলার।
লকডাউনে দেশের অর্থনীতির হাল বেহাল হলেও ফুলেফেঁপে উঠেছে মুকেশ আম্বানির কোষাগার। গত কয়েক মাসে একের পর এক চুক্তি সেরেছেন বিশ্বের তাবড় সংস্থার সঙ্গে। সম্প্রতি কার্বন নিউট্রাল তেলের জন্য আমেরিকার তেল কোম্পানির সঙ্গে চুক্তিও হয়েছে আম্বানির সংস্থার। অন্যদিকে, ডিজিটাল প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে যথেষ্টই মুনাফা কামিয়েছে আম্বানির রিল্যায়ান্স ইন্ডাস্ট্রিজ। লকডাউনের মধ্যেই একে একে ফেসবুক, কেকেআর, ভিস্তা, সিলভার লেক-সহ একাধিক আন্তর্জাতিক প্রযুক্তি ও লগ্নিকারী সংস্থার বিপুল লগ্নি এসেছে তাঁর সংস্থায়।
ঝং শানশান
আসলে ফেসবুকের সঙ্গে চুক্তি হওয়ার পরেই এশিয়ার ধনীতম ব্যবসায়ীর তকমা পেয়েছিলেন মুকেশ আম্বানি। পারিবারিক সম্পত্তির নিরিখে এতদিন তাঁর ধারেকাছে কেউ ছিল না। রিল্যায়ান্সের ৯.৯৯ শতাংশ শেয়ার ফেসবুক কিনে নেওয়ার পরেই, লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে রিল্যায়ান্সের শেয়ারের দাম। এক ধাক্কায় আলিবাবার কর্ণধার জ্যাক মাকে টপকে শীর্ষে চলে আসেন মুকেশ আম্বানি। করোনা মহামারী কালে জ্যাক মা-র সংস্থা বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়ে। তাই আম্বানিরাই হয়ে যান সেরার সেরা। কিন্তু সেই রেকর্ড ভেঙে বেরিয়ে গিয়েছিলেন চিনের ধনীতম জল বিক্রেতা ঝং শানশান। বোতলভর্তি জল তো বটেই, বুদ্ধি করে ভ্যাকসিন নির্মাতা কোম্পানি কিনে নিয়ে সবাইকে পেছনে ফেলে দিয়েছিলেন। এবার ফের তাঁকেই টেক্কা দিয়ে বাজিমাত করে দিলেন মুকেশ আম্বানি।