আলু-পেঁয়াজ সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২ অক্টোবর,সোমবার,২০২৩ | আপডেট: ১১:৫৫ এএম, ২৫ ডিসেম্বর,
বুধবার,২০২৪
ছবি: সংগৃহীত
পাইকারি বা খুচরা কোনো বাজারেই সরকার নির্ধারিত দামে আলু, পেঁয়াজ বিক্রি হচ্ছে না। বিক্রেতারা বলছেন, উৎসস্থলে দাম কার্যকর করা না গেলে খুচরা বাজারে হাজারো অভিযানেও দাম কমবে না। যেমন শ্যামবাজারের পাইকারিতেই আলু বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৩৮ টাকায়। আর খুচরায় একেক বাজারে একেক দামে বিক্রি হচ্ছে এই পণ্য।
রাজধানীতে আলু পেঁয়াজের অন্যতম বড় পাইকারি বাজার হলো শ্যাম বাজার। যেখানে এখনও সরকারের বেঁধে দেয়া দামের চেয়েও বেশিতেই বিক্রি হচ্ছে পণ্য দুটি।
শ্যামবাজারে মুন্সীগঞ্জের লাল আলু ৩৫ টাকা, সাদা আলু ৩৬ এবং রাজশাহী লাল আলু ৩৭ ও সাদা আলু বিক্রি হচ্ছে ৩৮ টাকা কেজি।
বিক্রেতারা বলছেন, তারা কমে আনতে পারলে কমে বিক্রি করতে কোনো আপত্তি নেই। কিন্তু তাদেরই কিনতে হচ্ছে বাড়তি দামে।
শ্যামবাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে এখনও ৬৫ থেকে ৭০ টাকা কেজি। আমদানি করা পেঁয়াজের দামটা এখনো ৫৮ থেকে ৬২ টাকার ঘরে।
কয়েকজন পেঁয়াজ ব্যবসায়ী জানান, ঢাকার থেকে স্থানীয় বাজারে দেশি পেঁয়াজ বেশি চলে। তাই এই পেঁয়াজের দাম আমদানি পেঁয়াজের চেয়ে বাড়তি।
রাজধানীতে খুচরায় আলু-পেঁয়াজ বিক্রি হচ্ছে একেক বাজারে একেক দামে।
অভিযান চালিয়েও প্রভাব পড়ছে না আলু-পেঁয়াজের দামেঅভিযান চালিয়েও প্রভাব পড়ছে না আলু-পেঁয়াজের দামে
তবে, সরকার নির্ধারিত দাম কার্যকর না হলেও নিয়মিত বাজার অভিযান চালিয়ে যাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বাজারে স্থিতিশীলতা আনতে বাণিজ্য মন্ত্রণালয় সম্প্রতি খুচরা বাজারে প্রতি পিস ডিমের দাম ১২ টাকা, আলুর দাম প্রতি কেজি ৩৫-৩৬ টাকা এবং পেঁয়াজের দাম ৬৪-৬৫ টাকা নির্ধারণ করে দিয়েছে।