এবার চিনি রফতানি বন্ধ করবে ভারত!
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৪ আগস্ট,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ১০:০০ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
দেশের বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে এবার চিনি রফতানি বন্ধ করার পরিকল্পনা করছে ভারত সরকার। ছয় বছর পর চলতি মৌসুমে চিনি রফতানি ৮ মিলিয়ন টনে সিমাবদ্ধ রাখতে পারে দেশটি। এ আগে একই কারণ দেখিয়ে গম রফতানি বন্ধ ঘোষণা করেছিল ভারত। খবর রয়টার্স। আগামী মাসের শুরুর দিকে এ বিষয়ে একটি ঘোষণা আসতে পারে বলে দেশটির সরকার ও শিল্পখাত সংশ্লিষ্টরা এ তথ্য জানিয়েছে।
এ খবর প্রকাশ পাওয়ার পর চিনি প্রস্তুতকারক কোম্পানিগুলোর শেয়ারের দাম কমতে শুরু করেছে। এর মধ্যে ধামপুর সুগার মিলস (ডিএমএস. এনএস) এবং বলরামপুর চিনির (বিএসিএইচ. এনএস) শেয়ারের দাম ৫ শতাংশ এবং দ্বারিকেশ সুগারের (ডিডব্লিউএআর. এনএস) শেয়ার ৬ শতাংশ কমেছে।
এ বিষয়ে জানেন ভারতের এমন একজন সরকারি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘চলতি বছর রেকর্ড পরিমাণ চিনির উৎপাদন হবে, কিন্তু রফতানির কারণে মজুদ দ্রুত হ্রাস পাচ্ছে। আর অনিয়ন্ত্রিত রফতানি ঘাটতির কারণ হতে পারে। যা উৎসবের সময় স্থানীয় বাজারে দাম বাড়তে পারে।’
তিনটি মধ্যে দু’টি সূত্র জানায়, চিনি রফতানি ৮ মিলিয়ন টনের মধ্যে সিমাবদ্ধ করার পরিকল্পনা করেছে সরকার। তবে আরেক জন কর্মকর্তা বলেন, বিদেশে বিক্রয়ে নিরুৎসাহিত করার জন্য চিনি রফতানির উপর অধিক শুল্ক আরোপ করার বিষয়েও চিন্তা করছে সরকার। এ বিষয়ে কথা বলা জন্য রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি।
এর আগে, গত ১৩ মে গম রফতানি নিষিদ্ধ করেছিল ভারতের সরকার। দেশের বাজারে গমের দাম নিয়ন্ত্রণ করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেডের (ডিজিএফটি) জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সামগ্রিক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং প্রতিবেশী ও সংকটগ্রস্ত দেশগুলোকে সহায়তা করার জন্য এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। কোনো দেশ অনুরোধ করলে গম রফতানির অনুমতি দেবে সরকার।