আমদানির পরদিনই দাম কমে ২০০ টাকায় নামলো কাঁচা মরিচ
                                    
                                    
                                        
                                            ডেস্ক রিপোর্ট
                                        
                                    
                                   
                                     প্রকাশ:  ১২:০০ এএম,  ৩ জুলাই,সোমবার,২০২৩ | আপডেট:  ১২:৪৭ এএম,  ৪ নভেম্বর,মঙ্গলবার,২০২৫
                                
                        
                    কাঁচা মরিচ। ছবি: সংগৃহীত
ভারত থেকে আমদানির পরেই রাজধানী ঢাকার বিভিন্ন বাজারে কাঁচা মরিচের দাম কমতে শুরু করেছে। ইতোমধ্যে পাইকারি দরে কেজিতে দাম নেমে এসেছে ১৫০ থেকে ২২০ টাকার মধ্যে। খুচরা পর্যায়ে আড়াইশ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।
সোমবার (৩ জুলাই) রাজধানীর কাওরান বাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, ভারত থেকে আমদানি করা কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়। যেখানে গতকাল কাওরান বাজারে কেজিতে বিক্রি হয়েছিল ৩৫০ থেকে ৪০০ টাকায়। কিছুদিন আগেও দাম উঠেছিল ৬০০ টাকায়।
গত মঙ্গলবার (২৭ জুন) থেকে শনিবার পর্যন্ত পাঁচদিনের ছুটি শেষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে শুরু হয়েছে আমদানি ও রপ্তানি কার্যক্রম। প্রথম দিনেই ৬টি ট্রাকে ৬০ টন কাঁচা মরিচ বাংলাদেশে ঢুকেছে। পর্যায়ক্রমে আরও কাঁচা মরিচ আসবে।
স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, মরিচের দাম আরও কমে আসতে পারে। আজ থেকেই কাঁচা মরিচের কেজি ১৪০-১৫০ টাকায় বিক্রি হতে পারে।
সম্প্রতি কয়েকদিনের ব্যবধানে দেশে কাঁচা মরিচের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। হঠাৎ করেই দাম বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে চরম অস্থিরতা। দেশের বিভিন্ন স্থানে কাঁচা মরিচ ৮০০ থেকে ১ হাজার টাকায়ও বিক্রি হতে দেখা গেছে। ভরা মৌসুমে কেন এতো দাম- এ প্রশ্ন রেখে ক্রেতাসহ প্রান্তিক চাষিরাও জীবনে এই প্রথম কাঁচা মরিচের দাম দেখে হতবাক হয়েছেন।
এ পরিস্থিতিতে বিকেলে কৃষি মন্ত্রণালয় থেকে কাঁচা মরিচ আমদানি সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়। কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ঈদের ছুটির পর রোববার বিকেল ৫টা পর্যন্ত ৫৫ টন কাঁচা মরিচ দেশে এসেছে। রাতে আরও আসবে।
কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়, এখন পর্যন্ত ৩৬ হাজার ৮৩০ টন কাঁচা মরিচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। দেশে এসেছে মোট ৯৩ টন।
কৃষি মন্ত্রণালয়ের এই তথ্য প্রকাশের পর সন্ধ্যার আগেই কাঁচা মরিচের দাম কমে কেজি ৩০০ টাকায় চলে আসে। আর আজ সকাল হতেই কাঁচা মরিচের কেজি ২০০ টাকার নিচে চলে আসলো।


                                    
                                    
                                    
                                    
                                    


