গোপনেও সিলেট যেতে পারলেন না মামুনুল হক
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:১৭ এএম, ১৪ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৮:২৬ পিএম, ১৭ জানুয়ারী,রবিবার,২০২১

সিলেটে ওয়াজ মাহফিলে গোপনেও যেতে পারলেন না হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক। বুধবার (১৩ জানুয়ারি) সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর শাহী ঈদগাহ ময়দানে ওয়াজ মাহফিলে বক্তৃতা করার কথা ছিলো।
জানা গেছে, আয়োজকরাও তথ্য গোপন রাখতে ব্যানার-ফেস্টুন করেননি, নেননি পুলিশের অনুমতি। বিষয়টি গোপন থাকেনি পুলিশ প্রশাসনে। ফলে আইন-শৃঙ্খলা বিঘ্ন ঘটার আশঙ্কায় ওয়াজ মাহফিলে বয়ান দিতে যেতে দেওয়া হয়নি হেফাজতে ইসলামের এই নেতাকে। তার আগমনের খবরে নড়েচড়ে বসে পুলিশ। রাস্তায় মোড়ে মোড়ে তল্লাশি চালানো হয় চেকপোস্ট বসিয়ে।
স্থানীয় সূত্র জানায়, মাওলানা মামুনুল হককে মঞ্চে উঠার আগেই মাহফিল স্থল থেকে ফিরিয়ে দেয় প্রশাসন। এ ওয়াজ মাহফিলে প্রধান অতিথি ছিলেন মাওলানা মামুনুল হক।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বলেন, মামুনুল হক আসার খবরটি গোপন তথ্যে জানতে পেরে আমরা পথে পথে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাই। তবে সিলেটে কোথাও তার উপস্থিতি আমরা পাইনি। এছাড়া আয়োজকরাও প্রশাসনের অনুমতি নেয়নি, এমনকি ওয়াজ মাহফিলে ব্যানারও করেন তারা।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

করোনা মহামারিতে বাল্যবিয়ের হিড়িক

ভারতীয় সিরিয়াল, হিন্দি গান আমাদের সংস্কৃতিতে আঘাত হানছে: তথ্যমন্ত্রী

একটানা ক্ষমতায় থাকার ফলে মানুষের উন্নয়ন করতে পারছি: প্রধানমন্ত্রী

কিছু কিছু খাল সরকারও দখল করেছে : স্থানীয় সরকারমন্ত্রী
