তামিমার ঝুলন্ত মরদেহ উদ্ধার
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১১:২৪ পিএম, ১ মার্চ,সোমবার,২০২১ | আপডেট: ০৩:৪৪ পিএম, ২৫ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৫
মুন্সিগঞ্জের সদর উপজেলায় তামিমা (১৪) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১ মার্চ) দুপুর ১টায় ডিঙ্গাভাঙ্গার মাদবর বাড়ি থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে পুলিশ।
তামিমা সদর উপজেলার কাগজিপাড়া গ্রামের মৃত চান মিয়ার মেয়ে। তার মা প্রবাসী এবং সে নানীর সাথে ডিঙ্গাভাঙ্গা এলাকার ভাড়া বাসায় বসবাস করছিল। সে মাদ্রাসার শিক্ষার্থী বলে জানা যায়।
সদর থানার উপ পরিদর্শক মোঃ বিল্লাল জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ওই কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত করে বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
শাজাহান খানের বাড়ি ও পেট্রোল পাম্প পাহারা দেয়া সেই যুবদল নেতার পদ স্থগিত
খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় যুবশক্তির নেত্রী আটক
মুন্সীগঞ্জে বাসা থেকে ডেকে নিয়ে মায়ের সামনে তরুণকে কুপিয়ে হত্যা
ইউরোপের স্বপ্নে মৃত্যুযাত্রায় সিলেটের তরুণরা





