avertisements 2

খারাপ উদ্দেশ্যে জিনিয়াকে নিয়ে যায় লোপা: ডিবি

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৮:২৬ পিএম, ৮ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২০ | আপডেট: ০২:২৬ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪

Text

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে নিখোঁজ পথশিশু জিনিয়াকে অপহরণের অভিযোগে গ্রেফতার লোপা তালুকদার খারাপ উদ্দেশ্যে তাকে নিয়ে যায়। সে জিনিয়াকে নারায়ণগঞ্জে তার এক বোনের বাসায় লুকিয়ে রেখেছিলো। এ বিষয়ে বিস্তারিত জানতে আমরা তদন্ত করছি। এখনই কিছু বলা যাচ্ছে না।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ডিবি কার্যালয়ের গেটে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মহানগর ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম।

এর আগে গতকাল সোমবার রাতে জিনিয়া আক্তার নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার আমতলার একটি বাসা থেকে উদ্ধার করে ডিবি। এসময় অপহরণে জড়িত থাকার অভিযোগে নূর নাজমা আক্তার লোপা তালুকদারকে গ্রেফতার করা হয়।

ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম ব্রেকিংনিউজকে বলেন, ‘গত পহেলা সেপ্টেম্বর টিএসসি থেকে নিখোঁজ হয় পথশিশু জিনিয়া। এরপরে গত ২ সেপ্টেম্বরে শাহবাগ থানায় মেয়ের নিখোঁজের তথ্য উল্লেখ করে একটি সাধারণ ডায়েরি করেন। এরপর জিনিয়ার খোঁজে মাঠে নামে ডিবির একটি গোয়েন্দা দল। পরে ৫ দিনেও মেয়ের সন্ধান না পেয়ে শাহবাগ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়। এরপরে ডিবির একটি দল নারায়ণগঞ্জের ফতুল্লা থানার আমতলা থেকে উদ্ধার করে ঢাকায় নিয়ে আসা হয়।’

মাহবুব আলম আরও বলেন, ‘গ্রেফতার লোপা তালুকদার খারাপ উদ্দেশ্যে জিনিয়াকে নিয়ে যায়।’

হত্যা মামলা ও সাংবাদিক পরিচয়ের আড়ালে দীর্ঘদিন প্রতারণা: এক সময়ে মূলধারার সাংবাদিকতার সঙ্গে যুক্ত থাকলেও প্রতারণায় সিদ্ধহস্ত হন লোপা। পরে তিনি অগ্নি টিভি নামের একটি অনলাইন টেলিভিশন খোলেন। এরপর সেখানে বেকার তরুণ-তরুণীদের চাকরি দেয়ার নামে প্রতারণা করতো লোপা। এছাড়া সম্প্রতি লোপার বিরুদ্ধে একটি হত্যা মামলাও দায়ের করা হয়েছে।

এদিকে উদ্ধার হওয়া জিনিয়াকে আদালতের মাধ্যমে তার মায়ের কাছে বুঝিয়ে দেয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

ব্রেকিংনিউজ

বিষয়: জিনিয়া

আরও পড়ুন

avertisements 2