শাকিব খানের পরিচালকরা এখন সেলিম খানের ঘরে!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০৫ এএম, ৪ সেপ্টেম্বর,শুক্রবার,২০২০ | আপডেট: ১২:২৫ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
অন্যদিকে শাকিব খানের সঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার দ্বন্দ্বের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ চর্চিত। প্রতিষ্ঠানের কর্ণধার সেলিম খানের কথাতেই অনেক সময় তা প্রকাশ্য হয়েছে। এবার দেখা গেল এই প্রযোজনা প্রতিষ্ঠান শাকিব খানের সঙ্গে কাজ করা দুই পরিচালককে নিয়েই ছক এঁকেছেন তার নতুন ছবির। আছেন শাকিবের আরও দুই প্রিয় পরিচালক এফ আই মানিক ও শামীম আহমেদ রনীও।
নিশ্চিত হওয়া গেছে, শাপলা মিডিয়ার নতুন পাঁচটি ছবিতে কাজ করছেন নির্মাতা কাজী হায়াৎ, মালেক আফসারী, এফ আই মানিক, শাহ আলম কিরণ, অপূর্ব-রানা ও শামীম আহমেদ রনী।
তবে কি শাকিবের সঙ্গে এই পরিচালকদেরও সম্পর্ক এখন বরফ শীতল?
কিছু দিন আগে মালেক আফসারী ‘ধামাকা’ ছবির জন্য শাপলার সঙ্গে চুক্তিবদ্ধ হন। তিনি বলেন, ‘‘অভিনেতা শাকিব খানের সঙ্গে আমার কোনও সমস্যা নেই। ঝামেলাটা প্রযোজক শাকিব খানের সঙ্গে। তিনি আমাকে ‘হ্যাকার’ ছবি দিয়ে ১৪ মাস বসিয়ে রেখেছেন। আমার তো কাজ করে খেতে হবে! তাই সেলিম খান যখন আমাকে প্রস্তাব দিলেন আমি রাজি হয়ে যাই। আগে সেলিম খানের সঙ্গে ছিলেন শাকিব খান আর এখন আছি আমি- মালেক আফসারী।’’
গুণী পরিচালক কাজী হায়াতের ৫০তম ছবি ‘বীর’। যার প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন শাকিব ও বুবলী। এবার তার ৫১তম ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া।
ছবিটি নিয়ে কাজী হায়াৎ বলেন, ‘শাপলা মিডিয়ার সঙ্গে কাজ করছি। আগামী মাস থেকে এর কাজ শুরু হতে পারে।’
কাজী হায়াত ও এফ আই মানিকের ছবি দুটোর নাম এখনও চূড়ান্ত হয়নি। তবে এগুলোর প্রতিটিতেই নায়ক-নায়িকা হিসেবে থাকছেন শান্ত-দীঘি।
অন্যদিকে পরিচালক শামীম আহমেদ রনীর নেতৃত্বে ‘আগস্ট ১৯৭৫’ নামের একটি ছবির শুটিং সম্প্রতি শেষ করেছেন সেলিম খান।
শাকিব শিবিরে সেলিম খানের হানা দেওয়ার বিষয়টি এখন প্রকাশ্য। তবে এসব বিষয়ে কিছুটা কৌশলী সেলিম খান। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘তার (শাকিব খান) সঙ্গে আমার কোনও দ্বন্দ্ব নেই। ব্যাট-বলে মিললে শাকিব খানও কাজ করবেন। তবে আপাতত আমার ঘোষণা দেওয়া ছবিগুলোর কাজ শেষ করতে চাই। এরমধ্যে শান্ত-দীঘিকে নিয়েই ৫টি ছবি করছি। এগুলো শেষ করা দরকার। এছাড়া ওপারের সুপারস্টার দেবের সঙ্গেও চলছে আমাদের প্রজেক্ট। এগুলো শেষ করাটা জরুরি।’’
এখন প্রকাশ্যে কিছু না বললেও গেল মাসে একটি টেলিভিশন চ্যানেলে শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান অভিযোগ করেন, ‘শাহেনশাহ’ সিনেমা রিলিজ বন্ধে শাকিব খান তার সন্ত্রাসী বাহিনী দিয়ে বিভিন্নভাবে প্রাণনাশসহ নানা হুমকি দেন। পাশাপাশি শাকিব খানের বিরুদ্ধে শিডিউল ফাঁসানোর অভিযোগও আনেন এই প্রযোজক।
শাকিব খান ও সেলিম খান, কাজী হায়াৎ, এফ আই মানিক, রনী, শাহ আলম কিরণ ও মালেক আফসারীসেলিম খান ওই সাক্ষাৎকারে বলেন, ‘‘২০১৭ সালে শাকিব খানের সঙ্গে আমার তিনটি ছবির চুক্তি হয়। পরবর্তীতে তাকে চলচ্চিত্রের ১৮টি সংগঠন বয়কট করে। সে সময় আদালতে রিট করে তাকে কাজে ফেরাই। তাকে নিয়ে টানা কাজ শুরু করি। অনেক ঝামেলা শেষ করে তাকে দিয়ে ‘আমি নেতা হবো’ সিনেমা বানালাম। এরপর ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ ও ‘ক্যাপ্টেন খান’ সিনেমা বানালাম।’’
তিনি বলেন, ‘‘এরপর শামীম আহমেদ রনীর ‘শাহেনশাহ’ ও শাহীন সুমন পরিচালিত ‘বিদ্রোহী’ সিনেমার কাজ শুরু করি। এই দুটি ছবি করতে গিয়েই শাকিব খান শিডিউল ফাঁসান। যার ফলে ‘শাহেনশাহ’ ছবির কাজ করতে গিয়ে বাজেটের চেয়ে প্রায় আড়াই কোটি টাকা বেশি খরচ হয়। এছাড়াও আমার আরেকটি ছবি ‘বিদ্রোহীর’ কাজ শেষ করছিলেন না শাকিব। পরে আইনি সহায়তা নিই। এরপর তিনি কাজটি করে দেন।’’
সেলিম খানের বয়ানে, ‘‘বিপত্তি বাধে গত বছর যখন ‘শাহেনশাহ’ সিনেমা রিলিজ করবো। গণমাধ্যমে নিউজ হলো ঈদে সিনেমাটি মুক্তি পাবে। শাকিব খান তার ‘পাসওয়ার্ড’ সিনেমা মুক্তির জন্য আমার ‘শাহেনশাহ’ মুক্তির তারিখ কয়েকবার পিছিয়েছেন। এই সিনেমাটি যেন মুক্তি না দেই সেজন্য তিনি তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাকে প্রাণনাশের হুমকিও দেন।’’
তবে সেলিম খানের এমন অভিযোগ আর কাছের পরিচালকদের ডেকে নিয়ে একের পর এক ছবি নির্মাণের ঘোষণার বিপরীতে শাকিব খানের কোনও মন্তব্য পাওয়া যায়নি।