avertisements 2

আসিফ, প্রভা ও মিঠু শেয়ার বাজারের গল্পে

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৩:৩৯ পিএম, ২ সেপ্টেম্বর, বুধবার,২০২০ | আপডেট: ০৫:২২ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪

Text

শেয়ার বাজারের গল্প নিয়ে সম্প্রতি নির্মিত হলো নাটক ‘জীবন সূচক’। আব্দুল্লাহ মামুনের গল্পে নাটকটি চিত্রনাট্য ও পরিচালনা করেছেন বিপু পাল।

বিভিন্ন চরিত্রে এতে অভিনয় করেছেন কাজী আসিফ রহমান, সাদিয়া জাহান প্রভা, এবং একটি বিশেষ চরিত্রে চলচ্চিত্র নির্মাতা নুর ইমরান মিঠু। এছাড়াও এই নাটকটিতে কিছু নতুন মুখও অভিনয় করেছেন বলে জানিয়েছেন নির্মাতা। 

নাটকটি নিয়ে নির্মাতা বলেন, প্রায় চার মাস ধরে যুক্তি-তর্কের মাধ্যমে চিত্রনাট্যটির কাজ শেষ করার পর নাটকটি নির্মাণ করেছি। গল্প হাতে পাওয়ার পর শেয়ার বাজার নিয়ে বেশ রিচার্স করতে হয়েছে আমাকে। আশা করি দর্শকরা গল্পটি পছন্দ করবেন। 

আগামী ৪ মাছরাঙা টিভিতে নাটকটি রাত ৯টায় প্রচার হবে বলে নিশ্চিত করেছেন নির্মাতা বিপু পাল। 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2