avertisements 2

এবার জমিদার বাড়ির বউ হচ্ছেন শ্রাবন্তী!

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১১:৪১ পিএম, ২৬ মার্চ,শুক্রবার,২০২১ | আপডেট: ১১:০৯ এএম, ১৩ মে,বৃহস্পতিবার,২০২১

Text

টলিউডের আলোচিত অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি সম্প্রতি বিচ্ছেদ ইস্যুতে বেশ আলোচনায় ছিলেন। এখনও খবরের শিরোনামে তার নাম আসে একই ইস্যুতে। তৃতীয় স্বামী রোশান সিংয়ের এক ছাদের নিচে থাকছেন না অভিনেত্রী শ্রাবন্তী। তবে কতটুকু সত্য, তা নিয়ে এখনও মুখ খোলেননি শ্রাবন্তী। তবে সোশ্যাল মিডিয়া থেকে মুছে দিয়েছেন রোশানের শেষ চিহ্নটুকুও।
 
মুক্তির অপেক্ষায় থাকা এ সিনেমাতে শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গে পর্দায় দেখা যাবে শ্রাবন্তীকে। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে শ্রাবন্তী বলেন, ছোটবেলায় তার সঙ্গে কাজ করেছি। সিরিয়াল করেছি একসঙ্গে। বড় হওয়ার পর এটাই তার সঙ্গে প্রথম কাজ। শাশ্বত দা ওয়ান্ডারফুল অ্যাক্টর, প্রচন্ড হেল্পফুল।

‘ছবিয়াল’ সিনেমায় লাবণ্য চরিত্রে অভিনয় করেছেন শ্রাবন্তী। নিজের চরিত্রটি প্রসঙ্গে জানতে চাইলে শ্রাবন্তী বলেন, লাবণ্য একটি স্বপ্ন। জমিদার বাড়ির বউ। ভীষণ মজা করে, চুলবুলি টাইপের মেয়ে। আমার মতো, হয়তো এ জন্যই আমাকে কাস্ট করেছে পরিচালক মানস বসু। এর চেয়ে বেশি বললে মজাটাই নষ্ট হয়ে যাবে।
 
পরিচালক মানস বসু জানান, অসম্ভব গরমের মধ্যে এ সিনেমার চিত্রায়ণ হয়েছে। হুগলির বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে চিত্রায়ণ করেছেন মানস বসু। ছকভা’ঙা কাহিনী নিয়ে নির্মিত সিনেমাটি দর্শকদের ভালো লাগবে। খুব শিগগিরই সিনেমাটি মুক্তির তারিখ ঘোষণা করা হবে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2