avertisements 2

অলৌকিকভাবে উঠে দাঁড়ালেন ট্রেনের নিচে পড়া নারী!

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৭ আগস্ট,মঙ্গলবার,২০২৪ | আপডেট: ০৯:৪৮ এএম, ১১ অক্টোবর,শুক্রবার,২০২৪

Text

শরীরের ওপর দিয়ে চলে গেল পণ্যবাহী ট্রেন! গোটা মালগাড়ি পেরিয়ে যাওয়ার পর দেখা গেল, অক্ষত অবস্থায় রয়েছেন রেললাইনে শুয়ে থাকা নারী। এমনই অলৌকিক ভাবে প্রাণে বেঁচেছেন তেলঙ্গানার এক নারী।

ভারতে সম্প্রতি ওই মুহূর্তটির ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে । তিরিশ সেকেন্ডের ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, রেললাইনে শুয়ে রয়েছেন এক নারী। তার মাথার উপর দিয়েই চলে যাচ্ছে মালবাহী ট্রেন। নড়াচড়া করছেন না, যথা সম্ভব স্থির হয়ে শুয়ে রয়েছেন তিনি। 

একবার যেন মাথা তুলে দেখার চেষ্টা করলেন, কিন্তু ক্যামেরার অপর প্রান্ত থেকে ভেসে এল সাবধানবাণী। দ্রুত নামিয়ে ফেললেন মাথা। শেষমেশ ট্রেনটি চলে যাওয়ার পর উঠে দাঁড়ালেন ওই নারী। দেখা গেল, সম্পূর্ণ অক্ষত অবস্থায় রয়েছেন তিনি! খবর আনন্দবাজার পত্রিকার।

ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার ভিকারাবাদ জেলার নাভান্দগিতে। জানা গেছে, বান্ধবীর সঙ্গে রেললাইন পেরোচ্ছিলেন ওই নারী। তখনই হঠাৎ দু’জনে একটি মালগাড়ির সামনে পড়ে যান। ধীর গতিতে আসা পণ্যবাহী ট্রেনটি দু’জনের কেউই আগে দেখতে পাননি। 

দেখামাত্রই বান্ধবী দ্রুত রেললাইন থেকে সরে গেলেও সরতে পারেননি ওই নারী। এর পরেই প্রাণ বাঁচাতে রেললাইনে শুয়ে পড়েন তিনি। ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ার পরেই মিশ্র প্রতিক্রিয়া নেটাগরিকদের। 

কেউ কেউ প্রশ্ন তুলেছেন নারী বান্ধবীর ভূমিকা নিয়ে। কেউ কেউ আবার আঁতকে উঠেছেন! তবে নারীর প্রত্যুৎপন্নমতিত্বের প্রশংসা করছেন সকলেই!

বিষয়:

আরও পড়ুন

avertisements 2