‘স্পাইডারম্যান’ বিল্লাল বয়স ২২, চুরির অভিজ্ঞতা ১০ বছর!
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৬ সেপ্টেম্বর,সোমবার,২০২২ | আপডেট: ০৪:০২ এএম, ২১ জানুয়ারী,মঙ্গলবার,২০২৫
বিল্লাল হোসেন ওরফে ‘স্পাইডারম্যান’ বিল্লাল ও তার সহযোগী নুরুল্লাহ রাকিব- ফাইল ফটো
ময়মনসিংহ জেলার পাগলা উপজেলার টংগাবর গ্রামের শামসুল হকের ছেলে বিল্লাহ হোসেন (২২)। এ বয়সেই তাঁর ১০ বছরের চুরির অভিজ্ঞতা রয়েছে। মাত্র ১২ বছর বয়সে চুরি শুরু করে এখন পর্যন্ত অন্তত পাঁচ শতাধিক চুরি করেছেন। ঢাকায় চুরি করে গ্রামের করতেন আয়েশি জীবন যাপন। অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন তিনি।
ময়মনসিংহের পাগলা উপজেলা এবং গাজীপুরের টঙ্গী থেকে রোববার সকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে বিল্লাল হোসেনসহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। অপরজন হলেন, ফেনী জেলার সোনাগাজী উপজেলার নূর নবীর ছেলে নুরুল্লাহ রাকিব (২০)।
আজকের পত্রিকা অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন ও উপপরিদর্শক (এসআই) নিয়াজ মোহাম্মদ শরীফ আজ সোমবার দুপুরে আজকের পত্রিকাকে এসব তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে চোরাই ল্যাপটপ ও গ্রিল কাটার যন্ত্রাংশ জব্দ করা হয়। পরে আজ তাদেরকে আদালতে ওঠানো হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। গ্রেপ্তারের পর তাদেরকে জিজ্ঞাসাবাদের বরাত এসব তথ্য জানিয়েছে পুলিশ।
উপপরিদর্শক (এসআই) নিয়াজ মোহাম্মদ শরীফ আজকের পত্রিকাকে বলেন, উত্তরা ৩ নম্বর সেক্টরের নভো এয়ারলাইনস ফ্লাইট অপারেশনাল অফিসে গত ২২ সেপ্টেম্বর দিবাগত রাতে চারজন নৈশ প্রহরী ডিউটিতে থাকা অবস্থায় জানালার গ্রিল কেটে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় নভো এয়ারলাইনসের অ্যাডমিন ইনচার্জ মো. আব্দুস সবুর খান বাদী হয়ে নগদ ১ লাখ ৫৫ হাজার টাকা, একটি ল্যাপটপ এবং ফ্লাইট অপারেশনের গুরুত্বপূর্ণ ডকুমেন্টস চুরির অভিযোগে একটি মামলা করেন। ওই মামলায় অভিযান চালিয়ে চুরির সঙ্গে জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়।
মোহাম্মদ শরীফ বলেন, গ্রেপ্তার হওয়া চোর চক্রের সদস্যরা দীর্ঘদিন যাবৎ ধরে উত্তরায় সংঘবদ্ধ চুরি করে আসছিল। চক্রটির মূল হোতা বিল্লাল হোসেন। চোর চক্রটির সদস্যদের কেউ দিনে ড্রাইভার, আবার কেউ সবজি বিক্রেতা। আবার তারাই রাতের আধারে ভয়ংকর চোর। দিনের বেলা নানান বেশে তারা রেকি করত, রাতে চুরি করত। এ চক্রটির অধিকাংশের বসবাস ছিল টঙ্গীর ঘিঞ্জি এলাকায়। সেখানে তাদেরকে খুঁজে পাওয়া দুষ্কর।
এসআই নিয়াজ শরীফ বলেন, ঢাকায় চুরি করে গ্রামে এরা আয়েশি জীবন-যাপন করত। এরা ঢাকাতে বড় বড় চুরি করে গ্রামে কিংবা প্রত্যন্ত অঞ্চলে কেনা বাড়িতে চলে যেত। সেখানে অবকাশ যাপন করে আবার নিরাপদ মনে হলে ঢাকায় চলে আসত চুরির উদ্দেশ্যে।
অপরদিকে ওসি মোহাম্মদ মহসীন আজকের পত্রিকাকে বলেন, ভবনে উঠতে সিঁড়ি লাগে না বিল্লালের। ভবনের দেয়াল কিংবা পাইপ দিয়েই পাঁচতলা পর্যন্ত উঠে যেতে পারে সে। এ কারণে তাকে স্পাইডারম্যান বিল্লালও বলে। মূলত তাঁর টার্গেট বিভিন্ন অফিস। রাতের বেলা অফিসে লোকজন থাকে না। তাই এসব অফিসে গিয়ে ল্যাপটপ চুরি করাই তাঁর প্রধান লক্ষ্য।
ওসি বলেন, ‘বিল্লালের বয়স মাত্র ২২ বছর। কিন্তু এই ২২ বছরের মধ্যে তাঁর চুরির অভিজ্ঞতাই ১০ বছরের! মাত্র ১২ বছর বয়সেই তাকে দলে নেয় সাইফুল গ্যাংয়ের চোরচক্র। বিল্লালের শারীরিক গঠন ছোট হওয়ায় এবং গ্রিল বেয়ে ভবনে উঠতে পারায়, সাইফুল তাকে দিয়ে ঘরের ভিতরে ঢুকিয়ে দরজা খোলার কাজে ব্যবহার করত। কিন্তু এই কাজে সিদ্ধহস্ত হওয়ার সঙ্গে সঙ্গেই সাইফুলের গ্যাং ছেড়ে নিজেই গ্যাং তৈরি করে। গত ১০ বছরের চুরির অভিজ্ঞতায় অন্তত পাঁচ শতাধিক চুরি করেছে বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন বিল্লাল।’
মোহাম্মদ মহসীন বলেন, বিল্লালের মূল টার্গেট হল বিভিন্ন অফিসের ল্যাপটপ চুরি করা। কিন্তু সব সময়ই চোরাই ল্যাপটপ বিক্রির জন্য ক্রেতা পেত না সে। যার কারণে বাধ্য হয়ে এক-দুই হাজার টাকাতে ল্যাপটপ বিক্রি করে দিত সে। এমনকি কি মাঝে মধ্যে দুইশত থেকে পাঁচশত টাকাতেও ল্যাপটপ বিক্রি করত।