avertisements 2

খেলাপি ঋণ আদায়ে বিশেষ ব্যবস্থা আই এল এফ এস এল এর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০০ এএম, ২২ জুন, বুধবার,২০২২ | আপডেট: ০৫:৫০ পিএম, ২১ জানুয়ারী,মঙ্গলবার,২০২৫

Text

উন্নত গ্রাহক সেবা দেওয়ার লক্ষ্যে মন্দ ঋণ আদায়ে বিশেষ টাস্কফোর্স গঠনের  উদ্যোগ নিয়েছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। খেলাপি প্রতিষ্ঠান থেকে ঋণ আদায় পরিস্থিতি জটিল হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে আর্থিক প্রতিষ্ঠানটি।
পি এফ আই সিকইউরিটিজ এর নিকট ইন্টারন্যাশনাল লিজিং এন্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের আনাদায়ে পাওনার সর্বমোট পরিমাণ ১,১১,৮০,০৩,৬০০/- (একশত এগার কোটি আশি লাখ তিন হাজার ছয়শ টাকা) প্রায় (৩১শে মে ২০২২) অনুযায়ী। পি এফ আই সিকিউরিটিজ ঋণ সুবিধা গ্রহণ করার পর অনিয়মিত কিস্তির কারণে অর্থ ঋণ আদালতে আই এল এফ এস এল এর দায়ের করা মামলা বর্তমানে শুনানির অপেক্ষায় রয়েছে।
অন্যদিকে,ইন্টারন্যাশনাল লিজিং এর আরেক গ্রাহক মদিনা টেক্সটাইল মিলস লিমিটেড ২০১৬ সালে ৭,০০,০০,০০০ (সাত কোটি টাকা) ঋণ গ্রহণ করে। গ্রাহকের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৮ সালে উক্ত ঋণের মেয়াদ বৃদ্ধি করা সত্ত্বেও গ্রাহক যথা সময়ে ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে ঋণ খেলাপি হয়ে যায়। তারই জের ধরে গ্রাহকের বিরুদ্ধে অর্থ আদায়ে মামলা চলমান রয়েছে।

এরকম ঋণ খেলাপিরা টাকা না দেওয়ায় আই এল এফ এস এল এর গ্রাহকদের জন্য নানারকম সমস্যা তৈরি করছে। কয়েক বছর যাবত প্রতিষ্ঠানটির আমানতকারীদের টাকা সময় মতো প্রদানে ব্যাহত
হচ্ছে।
আই এল এফ এস এল এর সংশ্লিষ্টরা বলছেন, ঋণ খেলাপির ব্যাপারে আরও কঠোর হতে হবে। তা না হলে এ টাকা আদায় হবে না। প্রতিষ্ঠানটির বর্তমানে মোট খেলাপি ঋণের পরিমাণ ৬৬.৪৪ শতাংশ (ক্ষতি গ্রস্থ লোন) যা টাকার হিসাবে প্রায় ২৭২৮,০০,০০,০০০/- (দুই হাজার সাতশত আটাশ কোটি টাকা) ( এফ আই সি এল মার্চ ২০২২ এর তথ্য অনুসারে)। কোনো প্রতিষ্ঠানের ঋণ খেলাপি হলে প্রথমেই প্রভাব পড়ে সংশ্লিষ্ট  আর্থিক প্রতিষ্ঠানের  নগদ প্রবাহ ও মুনাফায়।

তবে আদালতের মাধ্যমে এ টাকা আদায় হবে বলে আশাবাদী আইএলএফএসএল। এরই মধ্যে চলমান কিছু রায় ও পাওয়া গেছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2