তিনবার কেঁপে উঠল নিউজিল্যান্ড, সুনামির ভয়ে ঘর ছাড়ার নির্দেশ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১১:১৪ পিএম, ৫ মার্চ,শুক্রবার,২০২১ | আপডেট: ০৬:২৬ এএম, ১৯ জুলাই,শনিবার,২০২৫

একদিনে তিনটি শক্তিশালী ভূমিকম্পের কবলে নিউজিল্যান্ড। শুক্রবার (৫ মার্চ) ৮ ঘণ্টার কম সময়ের ব্যবধানে আঘাত হানে তিনটি শক্তিশালী ভূমিকম্প। এর ফলে কিছু কিছু এলাকায় সুনামির সতর্কতা জারি করে বাসিন্দাদের ঘর ছেড়ে নিরাপদে আশ্রয় নিতে বলা হয়েছে।
ভূমিকম্পের পর সুনামির ঢেউ ১০ ফুট উচ্চতায় পৌঁছাতে পারে-কর্তৃপক্ষের এমন সতর্কতার পর দেশটির নর্থল্যান্ড এবং বে অব প্লেন্টি এলাকার শ্রমিক, শিক্ষার্থী এবং বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
দেশটির নর্থ আইল্যান্ডের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কেরমাডেক আইল্যান্ডে সর্বশেষ ৮ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। একই এলাকায় ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাতের পরপরই ৮ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর আগে দিনের শুরুতে নর্থ আইল্যান্ডের প্রায় ৯০০ কিলোমিটার দূরে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
নিউজিল্যান্ডের জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা (এনইএমএ) জানিয়েছে, সুনামির প্রথম ঢেউ আনুমানিক সকাল ৯টা ৪৫ মিনিটে (স্থানীয় সময়) উত্তর তীরে আঘাত হানতে পারে। এছাড়া ওয়াংগারাই, মাতাতা, তোলাগা দ্বীপের উপকূলসহ ওয়াকাতানে, অপোতিকি এবং গ্রেট ব্যারিয়ার দ্বীপ ঝুঁকির মধ্যে রয়েছে। এছাড়াও টোংগা, আমেরিকান সামোয়া, ফিজি, ভানুয়াতু, হাওয়াই এবং অন্যান্য প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে সতর্কতা জারি করা হয়েছে।
ওয়াংগারাইয়ের মেয়র বলেন, ‘আমরা চাই, সবাই এই সতর্কতা গুরুত্বসহকারে নিন। উঁচু জায়গায় অবস্থান নিন।’
নিউজিল্যান্ড ছাড়াও অস্ট্রেলিয়ার নরফোক দ্বীপে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া চিলির পক্ষ থেকে বলা হয়েছে, সেখানেও অল্প মাত্রার সুনামি হতে পারে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

সমুদ্র উপকূলে নিষেধাজ্ঞা: গাজাবাসীর শেষ আশ্রয় কেড়ে নিল ইসরায়েল

৭৯৬ শিশুর মৃত্যুর রহস্যের জট খুলতে গণকবর খোঁড়া হচ্ছে আয়ারল্যান্ডে

‘তুমি ফুয়েল বন্ধ করলে কেন?’–এয়ার ইন্ডিয়ার পাইলটদের শেষ কথাবার্তা

কোথা থেকে এতো সুন্দর ইংরেজি বলা শিখলেন: লাইবেরিয়ার প্রেসিডেন্টকে প্রশ্ন ট্রাম্পের
