avertisements 2

সিরাজগঞ্জে ঘিরে রাখা বাড়ি থেকে চারজনের আত্মসমর্পণ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৮:২০ পিএম, ২০ নভেম্বর,শুক্রবার,২০২০ | আপডেট: ০৬:১০ পিএম, ৪ নভেম্বর,মঙ্গলবার,২০২৫

Text

সিরাজগঞ্জের শাহাজাদপুরে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়ি থেকে চারজন র‌্যাবের কাছে আত্মসমর্পণ করেছেন। র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার (সহকারী পুলিশ সুপার) মহিউদ্দিন মিরাজ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মহিউদ্দিন মিরাজ জানান, শুক্রবার বেলা পৌনে ১১টার সময় ওই বাড়ি থেকে বের হয়ে ৪ জন আত্মসমর্পণ করেন। এদের মধ্যে একজনের নাম কিরণ। তিনি পাবনা-সিরাজগঞ্জ জেএমবির আঞ্চলিক প্রধান।

এ ঘটনায় ঢাকা থেকে র‌্যাবের আলাদা টিম ঘটনাস্থলে পৌঁছেছে। অভিযান এখনও চলছে বলেও জানান এই কর্মকর্তা। এর আগে শুক্রবার ভোর ৫টা থেকে জঙ্গি আস্তানা সন্দেহে সিরাজগঞ্জের শাহাজাদপুরের উকিলপাড়া এলাকার ওই বাড়ি ঘিরে রাখে র‌্যাব।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2