আলেম সমাজকে কিছু মানুষ যে ভাষায় আক্রমণ করছেন তা দুঃখজনক : ড. আসিফ নজরুল
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৭:৪৭ পিএম, ১ ডিসেম্বর,মঙ্গলবার,২০২০ | আপডেট: ০৭:৩০ পিএম, ২৫ অক্টোবর,শনিবার,২০২৫
কোনটা ভাস্কর্য, কোনটা মূর্তি, এ’নিয়ে কারো বক্তব্য থাকতে পারে। এ’নিয়ে কোরআন-হাদীসের ব্যাখ্যাও দিতে পারেন কেউ। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, ব্যাখ্যাটা দিতে হবে ভালো করে জেনে। অতি সামান্য কিছু পড়ে বা এর-তার থেকে শুনে মনমতো ব্যাখ্যা দেয়ার বিষয় এটি না।
এ’বিষয়ে কথা বলতে গিয়ে দেশের আলেম সমাজকে কিছু মানুষ যে ভাষায় আক্রমন করছেন তা অত্যন্ত দু:খজনক। এর নিন্দা জানাই।
আমাদের কথা বলতে হবে কারো বক্তব্য নিয়ে।বক্তব্যের উত্তর দেয়ার নামে বক্তার চরিত্রহনন বা তাকে হুমকি দেয়া অপরাধমূলক কাজ। রাজনৈতিক মহল, নাগরিক সমাজ, আলেম সমাজ সবার উচিত উস্কানিমূলক বক্তব্য পরিহারে সচেতন থাকা।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
ভারত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে বিরাগভাজন হলে কিছু করার নেই: তারেক রহমান
অনেক উপদেষ্টা আখের গুছিয়েছে সেফ এক্সিটের বিষয়ে ভাবছেন: নাহিদ
শহীদ জিয়াউর রহমানের সমাধিতে নেতাকর্মীদের তোপের মুখে ডা. সাবরিনা
অক্টোবরেই নির্বাচনের একক প্রার্থী তালিকা চূড়ান্ত করতে চায় বিএনপি





