করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ফারুক
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:২০ পিএম, ১৭ নভেম্বর,মঙ্গলবার,২০২০ | আপডেট: ০৮:১৪ পিএম, ২৩ অক্টোবর,বৃহস্পতিবার,২০২৫

ঢাকাই বাংলা সিনেমার একসময়ের সুপারস্টার ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার ( ১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফারুকের ভাতিজি আসমা পাঠান রূম্পা সোমবার সন্ধ্যায় গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সম্প্রতি চিকিৎসা নিয়ে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন ফারুক৷ কয়েকদিন ভালো ছিলেন। কিন্তু হঠাৎ তার শরীর খারাপ হলে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়। সেখানে রবিবার তার রিপোর্ট পজিটিভ এসেছে।
তবে ফারুকের স্ত্রী ফারহানা ফারুকও করোনা টেস্ট করালে তার রিপোর্ট নেগেটিভ এসেছে। রূম্পা বলেন, 'চাচার শারীরিক অবস্থা ভালোই আছে। তার শরীরে অন্যান্য জটিলতা থাকায় বাড়তি সতর্কতা হিসেবে চিকিৎসকের পরামর্শে আমরা তাকে হাসপাতালে ভর্তি করেছি।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

ভারত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে বিরাগভাজন হলে কিছু করার নেই: তারেক রহমান

অনেক উপদেষ্টা আখের গুছিয়েছে সেফ এক্সিটের বিষয়ে ভাবছেন: নাহিদ

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে নেতাকর্মীদের তোপের মুখে ডা. সাবরিনা

অক্টোবরেই নির্বাচনের একক প্রার্থী তালিকা চূড়ান্ত করতে চায় বিএনপি
